রাহুল আর নয়! এবার নতুন হিরোর প্রেমে পড়লেন রুকমা

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশন (Bengali Serial) জগতে জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)। সিরিয়াল প্রেমীদের তিনি উপহার দিয়েছেন বহু মেগা সিরিয়াল। দর্শকদের মনোরঞ্জন জোগাতে কখনও হয়ে উঠেছেন নায়িকা তো কখনও আবার খলনায়িকা। যদিও মাঝখানে বেশ কয়েকদিন বিরতি নিয়েছিলেন তিনি। আর এবার ফের পর্দায় ফিরছেন নয়া অবতারে।

অভিনেত্রীকে শেষবার দেখা গেছে জি বাংলার পর্দায় ‘লালকুঠি’ ধারাবাহিকে। এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর মাঝখানে বেশ কয়েকদিন ধারাবাহিক থেকে দূরে সরে গিয়েছিলেন অভিনেত্রী। প্রিয় অভিনেত্রীকে আবার কবে পর্দায় দেখতে পাবেন সেই অপেক্ষায় দিন গুণ ছিলেন অনুরাগীরা। অবশেষে চলে এলো সেই শুভক্ষণ।

Rooqma Ray

একেবারে নতুন লুক তিনি ধরা দিতে চলেছেন রুপালি পর্দায়। প্রকাশ্যে চলে এলো তাঁর নিউ লুকের ছবি। পরনে হালকা নীল রঙের চুড়িদার, খোলা চুল, মুখে হালকা মেকআপ। অভিনেত্রীকে দেখেই বোঝা যাচ্ছে একেবারে শান্তসৃষ্ট মা-বাবার বাধ্য মেয়ের চরিত্রে এবার দেখা দিতে চলেছেন তিনি। ধারাবাহিকের নাম ‘রুপ সাগরে মনের মানুষ’।

Rooqma Ray

জি বাংলা বা স্টার জলসা নয়। এবার সান বাংলাতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়কে। ধারাবাহিকে তার চরিত্রের নাম পূর্ণা। বাবা-মায়ের একমাত্র মেয়ে সে। তার জীবনের মূল লক্ষ্যই হল মা বাবার স্বপ্ন পূরণ করা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘এই সিরিয়ালে আমার চরিত্রটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি কথা বলতে গেলে এমন সিরিয়াল আমি আগে কখনও করিনি। এখানে পরিবারের সকলের মুশকিল আসান আমি অর্থাৎ পূর্ণা’।

Rooqma Ray

উল্লেখ্য, এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন অঞ্জনা বসু। যদিও তাঁকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে এই ধারাবাহিকের হাত ধরে নয়া জুটি পেতে চলেছেন সিরিয়াল প্রেমীরা।

যদিও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুকমার জুটি ভীষণ পছন্দ দর্শকের। তবে এবার আর জনপ্রিয় সেই জুটির দেখা পাওয়া যাবে না। বরং এই সিরিয়ালে আগমন হতে চলেছে নতুন নায়কের। স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে যাবে শ্যুটিং। ধারাবাহিক সম্প্রচারিত হবে জুলাইয়ের শুরুতেই।

additiya

সম্পর্কিত খবর