খলনায়িকার চরিত্রে অনীহা! সুযোগ পেয়েও কোন সিরিয়ালে অভিনয়ের প্রস্তাব ফেরালেন রুকমা?

বাংলা হান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনের পর্দায় এখন একঝাঁক বাংলা সিরিয়ালের (Bengali Serial)  মেলা। প্রায় প্রত্যেক মাসেই বিনোদনমূলক চ্যানেলগুলোতে আসছে কোন না কোন নতুন ধারাবাহিক (Bengali Serial) । স্টার জলসা হোক কিংবা জি বাংলা প্রতিটি বিনোদনমূলক চ্যানেলের ক্ষেত্রে এই একই ছবি। আর এইসব নতুন সিরিয়াল কে জায়গা দিতেই অসময়ে  বন্ধ হয়ে যাচ্ছে একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিক (Bengali Serial) ।

বাংলা সিরিয়ালের (Bengali Serial) প্রস্তাব ফেরালেন রুকমা

দিনের শেষে বাংলা সিরিয়াল মানেও এখন ব্যবসা। তাই টিআরপি তালিকায় টিকে থাকা লড়াই চলছে হাড্ডাহাড্ডি। ইতিমধ্যেই জি বাংলাকে কড়া টক্কর   দিতেই  স্টার জলসা পর্দায় শুরু হয়েছে দু’দুটো নতুন সিরিয়াল। যার মধ্যে অন্যতম রাঙামতির র তীরন্দাজ। এই সিরিয়ালে প্রধান নায়কার  চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে বেছে নেওয়া হয়েছিল ‘তোমাদের রানী’ সিরিয়ালের নায়িকা অভিকা মালাকারকে।

কিন্তু পরবর্তীতে অভিনেত্রী নিজেই এই সিরিয়াল থেকে সরে আসেন। আর এই  চরিত্রের বেছে নেওয়া হয়েছে একেবারে নতুন একজন অভিনেত্রী কে।   এবার জানা যাচ্ছে, শুধু প্রধান প্রধান নায়িকাই নয় এই সিরিয়ালে খলনায়িকার চরিত্রেও অভিনয় করার প্রথম সুযোগ গিয়েছিল অন্য একজনের কাছে। তিনি হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়।

আরও পড়ুন : পরাগ অতীত নতুন রূপে ফিরছেন দ্রোণ! এবার কোন সিরিয়ালে দেখা যাবে তাঁকে?

একাধিক বাংলা সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করার পাশাপাশি খলনায়িকা চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে দাগ কেটেছিলেন অভিনেত্রী। তবে এই নতুন মেগায় খলনায়িকা চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েও  ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। কারণ যদিও অস্পষ্ট। তবে নেগেটিভ চরিত্রে অভিনয় করা থেকে নিজেকে বিরত রাখতে চাইছেন রুকমা।

Rooqma

রুকমাকে  শেষ বার ছোট পর্দায় দেখা গিয়েছেসান বাংলার রু সাগরের মনের মানুষ ধারাবাহিয়াকে। তার আগে  জি বাংলার ভৌতিক সিরিয়াল লালকুঠিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।  এই সিরিয়ালে তিনি জুটি বেঁধেছিলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর সাথে। দেশের মাটির পর এই সিরিয়ালেও হিট হয়েছিল তাঁদের জুটি।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর