‘বন্ধুত্ব’ জমে ক্ষীর, জন্মদিনের পার্টিতে রুক্মাকে জড়িয়ে ধরে চুমু রাহুলের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালে এখনো পর্যন্ত দর্শকরা যেকটি জনপ্রিয় জুটি পেয়েছেন তাদের মধ‍্যে অন‍্যতম রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায় (Rahul Arunoday Banerjee) এবং রুক্মা রায় (Rooqma Roy)। ‘রাজা মাম্পি’ হয়ে প্রথম বার দর্শকদের সামনে এসেছিলেন দুজনে জুটি বেঁধে। ‘দেশের মাটি’র মূল নায়ক নায়িকাকে টপকে তাঁরাই হয়ে উঠেছিলেন মুখ‍্য চরিত্র।

দেশের মাটি মাঝপথে শেষ হয়ে যেতে চ‍্যানেল বদলে তাঁরা ‘লালকুঠি’তে পা রাখেন বিক্রম-অনামিকা হয়ে। কিন্তু দেশের মাটির মতো জনপ্রিয়তা পায়নি লাল কুঠি। ‘রাম্পি’ হয়ে উঠতে পারেনি বিক্রম অনামিকাও। কিন্তু বাস্তবে জমে গিয়ে রাহুল রুক্মার রসায়ন।


রবিবার জন্মদিন পর্দার বিক্রমের। আর তাঁর ‘জিনি’ বিশেষ কিছু করবে না তা কি হয়? শনিবার রাত থেকেই উদযাপনে মেতে উঠেছিল ‘লালকুঠি’ টিম। দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁ সাজানো হয়েছিল সাদা, কালো, বেগুনি রঙের বেলুনে। সাদা টিশার্ট, কালো প‍্যান্ট এবং কালো প্রিন্টের শার্ট পরেছিলেন রাহুল।

রুক্মাকে দেখা গেল অফ হোয়াইট ড্রেসে। দু দুটো কেক আনা হয়েছিল এদিন রাহুলের জন‍্য। শনিবার শুটিং ছিল লালকুঠির। শুটিংয়ের পর উদযাপন হয় জন্মদিনের। সংবাদ মাধ‍্যমকে রাহুল জানান, সবাই তাঁকে বলেছিল যে বিজয়া সম্মীলনীর আয়োজন করা হয়েছে। আসল ব‍্যাপারটা ঠিকই বুঝতে পেরেছিলেন রাহুল। কিন্তু অন‍্যদের বুঝতে দেননি।

এমনিতে তাঁর এত ঘটাপটা করে জন্মদিন পালন পছন্দ নয় তেমন। কিন্তু অন‍্যদের আনন্দ করতে দেখে খুব ভাল লেগেছে তাঁর। রুক্মা জানান, এদিন পার্টিতে কেক কাটা ছাড়াও দক্ষিণী খাবার দাবারের আয়োজন ছিল। প্রিয় ‘বন্ধু’ রাহুলের জন‍্য তাঁর প্রিয় বই উপহার দিয়েছেন রুক্মা। যদিও কাল লেখা বই সেটা অবশ‍্য আড়ালেই রেখেছেন তিনি।

https://www.instagram.com/p/Cjw0ES8hMRD/?igshid=YmMyMTA2M2Y=

আর রবিবারের পরিকল্পনা কী? এদিনও শুটিং রয়েছে সিরিয়ালের। তারপর স্কুলের বন্ধুবান্ধবদের নিয়ে কোথাও জমিয়ে খাওয়াদাওয়া করবেন। তবে জন্মদিনে ছেলে সহজকে কাছে পাবেন না রাহুল। কারণ সে এখন মা প্রিয়াঙ্কার সঙ্গে রামপুরহাটে। সেখান থেকে ফিরেই বাবার কাছে আসবে সহজ।

সম্পর্কিত খবর

X