বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়া হল এমন একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা বহু বিচিত্র ঘটনার সাক্ষী থাকি যা আমাদের প্রাত্যহিক জীবনে ঘটা মুহূর্তের চেয়ে ঢের বেশী আশ্চর্যজনক হয়। সম্প্রতি, এমনই একটি খবর শিরোনামে উঠে এসেছে, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে।
মানুষ মদের প্রতি আসক্ত হয়ে ঘরবাড়ি ছেড়ে দেয় কিংবা রাস্তার মধ্যে বেহুঁশ হয়ে পড়ে থাকে, এহেন অনেক উদাহরণ আমাদের সামনে আসে। তবে কখনো শুনেছেন, একটি মোরগ মদের প্রতি আসক্ত হয়ে খাওয়া ছেড়েছে! শুনতে আশ্চর্য লাগলেও এহেন কাহিনীটি বর্তমানে ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার পিপারি গ্রামে।
সম্প্রতি একটি মোরগ কিনে আনেন ভাউ কাটোরে নামে এক ব্যক্তি। পেশায় খামার মালিক এই ব্যক্তির বর্তমানে প্রতিটি দিন দুশ্চিন্তায় কাটছে বলে জানা গিয়েছে। যে মানুষটি আজ পর্যন্ত কোনদিনও মদ মুখে পর্যন্ত ঠেকাননি, তার মোরগ কিনা মদের প্রতি বর্তমানে এতটাই আসক্ত হয়ে পড়েছে যে খাওয়া-দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে বলে খবর। এমনকি প্রাণীটিকে মদ্যপান করানোর পেছনে ব্যক্তিটির মাসে 2000 টাকা করে খরচ হচ্ছে বলেও জানা গিয়েছে। তবে এই ঘটনার সূত্রপাত কোথা থেকে?
খামারের মালিক বলেন, “কয়েকদিন পূর্বে আমি একটি মোরগ কিনে আনি। প্রথমদিকে সে তেমন কিছু খেতে চাইছিলো না। সেই জন্য আমি একাধিক চিকিৎসক পর্যন্ত দেখাই। তবে কোনো ফায়দা না মেলায় এক ব্যক্তি আমাকে খাবারের সঙ্গে কিছুটা ‘মহুয়া’ মিশিয়ে খাওয়ানোর পরামর্শ দেন। আমি সেই পরামর্শমতো সব কিছু করি এবং আচমকা ম্যাজিকের মতো সেই খাবার খেতে শুরুও করে দেয় মোরগটি। এরপর প্রতিদিন কিছুটা মহুয়া এবং কিছুটা খাবার মিশিয়ে খাওয়াতে থাকি ওকে। তবে এর পরেই বাধে বিপত্তি!”
তিনি জানান, “ধীরে ধীরে এইসব খাবার খেতে খেতে খেতে তা অভ্যাসে পরিণত হয়ে যায় প্রাণীটির। পরবর্তীতে কিছুটা মহুয়ার সাথে দেশী মদ মিশিয়ে খায় ও। বর্তমানে খাবারের সাথে মদ মিশিয়ে না দিলে কিছু মুখে দিতে চাইছে না, এমনকি দেশী মদ না থাকলে মাঝে মধ্যে বিদেশী মদ পর্যন্ত আনতে হচ্ছে আর সেই কারণেই মাসে প্রায় 2000 টাকা বেরিয়ে যাচ্ছে আমার।”
স্বভাবতই, মোরগটির এই কাণ্ডে দুশ্চিন্তায় পড়েছেন তার মালিক। বর্তমানে পশু চিকিৎসালয় পর্যন্ত ছুটে গিয়েছেন তিনি। তবে চিকিৎসকের মতে, ভিটামিন ই ট্যাবলেট খাওয়ালেই এই আসক্তি থেকে মুক্তি পাবে প্রাণীটি।