বাংলা হান্ট নিউজ ডেস্ক: আবারও একবার টেস্ট ক্রিকেটে একটি ক্লাসিক ইনিংস খেলেছেন রুট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের প্রথম ম্যাচে লর্ডসে চতুর্থ ইনিংসে ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অসাধারণ শতরান করেছেন রুট। একসময় ইংল্যান্ড দল চতুর্থ ইনিংসে ৬৯ রানে ৪ টি উইকেট হারিয়ে ফেলেছিল, সেখান থেকে রুটের ১১৫ রানের ম্যাচ জেতানো ইনিংসটি তার কেরিয়ারের সেরা ইনিংসগুলির মধ্যে একটি বলে গণ্য হবে।
লর্ডসের এই ম্যাচের পর একটি বড় মাইলফলক ছুঁয়েছেন ব্রিটিশ তারকা। তিনি বিশ্বের ১৪ তম এবং অ্যালেস্টার কুকের পর ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসাবে টেস্ট ক্রিকেটে ১০,০০০ রানের গন্ডি ছুঁয়েছেন। গত দুই বছর ধরে তার চেয়ে বেশি ব্যাটিং ধারাবাহিকতা কেউই দেখাতে পারেননি বৃহত্তর ফরম্যাটে। এই মুহূর্তে তার গড় প্রায় ৫০-এর কাছাকাছি। টেস্ট কেরিয়ারে তার রয়েছে ২৬ টি শতরান। এই দুর্দান্ত পরিসংখ্যান দেখার পর প্রাক্তন ভারতীয় নির্বাচক সাবা করিম এবার তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
সাবা করিম বলেছেন, “এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে ফ্যাব ফোরের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র জো রুট। ইংল্যান্ড টেস্ট দলে গত দুই বছরে তার অবদান চমক দেওয়ার মতো। উল্টো দিক থেকে প্রায় কোনও সাহায্যই পাননি তিনি। উল্টে ভারতে কোহলি পান রোহিত শর্মা, লোকেশ রাহুলদের মতো ব্যাটারদের সাহায্য। অস্ট্রেলিয়াতেও স্টিভ স্মিথের দলে তিনিই একক যোদ্ধা নন। ঘরের মাটিতে হোক বা উপমহাদেশ, সব জায়গায় নিজের দুর্দান্ত প্রদর্শন অব্যাহত রেখেছেন রুট। তাই তার ধারেকাছে কেউ নেই এই মুহূর্তে।”
প্রাক্তন ভারতীয় নির্বাচক আরও যোগ করে বলেছেন, “চতুর্থ ইনিংসে ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসনদের বিরুদ্ধে শতরান করা একেবারেই সোজা নয়। যখন কেউ এমন কীর্তি করে দেখায় তখন কোন সন্দেহই থাকে না যে তিনি টেকনিক্যাল দিকের পাশাপাশি মানসিক ভাবেও অত্যন্ত সক্ষম। রুটের ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে।”