‘রুট আমার থেকে বেশি খেলেছে, তাই….’ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ককে নিয়ে বড় বয়ান স্টিভ স্মিথের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে সুপার হিট ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের জন্য ব্যবহৃত নতুন স্ট্র্যাটেজি। এই নতুন ক্রিকেটীয় ঘরানাকে ক্রিকেট ভক্তরা ভালোবেসে নাম দিয়েছে “ব্যাজ-বল”। এই ধারণার জনক বলা হচ্ছে ইংল্যান্ডের বর্তমান কোচ কিউয়ি কিংবদন্তি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকুলাম, যিনি ব্যাট হাতে মাঠে নেমে একটাই মন্ত্র মেনে চলতেন। এটি হলো, ‘প্রতিপক্ষ বোলারকে আক্রমণ।’ সম্প্রতি এই চিন্তাধারা মেনে ক্রিকেট খেলে গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্য পেয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে দ্রুততম শতরান করা (৫৪ বল) ব্রেন্ডন ম্যাকুলামকে সম্মান জানিয়ে তার ডাক নাম “ব্যাজ” থেকে এই নতুন ঘরানার ক্রিকেটের নাম রাখা হয়েছে “ব্যাজ-বল”।

কিন্তু “ব্যাজ-বল”-এর ব্যবহারে দীর্ঘমেয়াদি সাফল্য পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দিহান অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ। তিনি ইংল্যান্ডের এই নতুন ক্রিকেট খেলার ধরণ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, “আমি একটু আধটু দেখেছি। ওরা আগ্রাসী শট খেলতে দু বার ভাবছে না, বোলারদের ওপর সরাসরি আক্রমণ করছে ব্যাটাররা। কিন্তু এটা কতদিন টিকবে তা নিয়ে প্রশ্ন আছে আমার। পিচে একটু ঘাস থাকলে আর সামনে হ্যাজেলউড, কামিন্স, স্টার্ক থাকলে কি এই ফর্মুলা কাজ করবে।”

Steve Smith

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট সম্প্রতি স্টিভ স্মিথের করা ২৭ শতরানের গন্ডি টপকে গিয়েছেন। কিন্তু স্টিভ স্মিথ সেই নিয়ে খুব একটা ভাবিত নন। তিনি জানিয়েছেন যে জো রুট তার চেয়ে ৩৫ টি ম্যাচ বেশি খেলেছে, তাই তাকে টপকাতে পরেছে। তবে এই মুহূর্তে যে রুটকে আউট করা কোনও বোলারের পক্ষে খুবই কঠিন, সেটা মেনে নিয়েছেন অজি তারকা।

এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কা সফরে রয়েছে। ৮ই জুলাই থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে তারা। কামিন্সের দল প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিমধ্যে সিরিজে ১-০ ফলে এগিয়ে গিয়েছে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর