বাংলা হান্ট ডেস্ক : আগামী জানুয়ারি মাস থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কমিশন মেনে বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চলতি সেপ্টেম্বর মাসেই সেই সুখবর শোনানো হয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে৷ এ বার শুক্রবার বেতন কাঠামোর ব্যাপারে নিয়ম কারণ ঘোষণা করা হলেও৷ তাই নতুন বেতন কাঠামো কেমন হবে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ঘোষণাও করল রাজ্যের অর্থ মন্ত্রক৷ শুক্রবার নবান্নের তরফ থেকে রিভিশন অব পে ব্যান্ড অ্যালায়েন্সেস 2019 জারি করা হল৷
চলতি মাসের 23 তারিখে রাজ্য সরকারি কর্মচারীদের মূল বেতন গ্রেড পেয়ে কেমন হবে এবং ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো কেমন হবে তার একটা আন্দাজ দিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ জানা গিয়েছিল নতুন বেতন কাঠামোয় গ্রেড পে ও ব্যান্ড পে নিয়ে যদি কোনও কর্মচারী 225 টাকা পান সে ক্ষেত্রে ওই বেতন কাঠামোর উপরে 14.2 শতাংশ বেতন বাড়বে৷ 2016 সাল থেকে তিন বছর মোট সোনাল ইনক্রিমেন্ট হবে৷
যদিও তিন বছরের বকেয়া টাকা এখনই দেবে না রাজ্য সরকার এমনটাও জানানো হয়েছিল৷ তবে বেতন বাড়ানোর পাশাপাশি হাউস রেন্ট অ্যালাউন্সের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছিল৷ এমনকি গ্র্যাচুইটি বাবদ কর্মচারীদের প্রাপ্য ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল৷ তবে রোপা আইনে নতুন বেতন কাঠামো বৃদ্ধির ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিল রাজ্যের অর্থমন্ত্রক৷ তিনি জানিয়েছেন ডাক্তাররা ব্যক্তিগত ভাবেই চেম্বারে প্র্যাকটিস না করলে যে ভাতা পান তা বাড়িয়ে 2 লক্ষ 11 হাজার টাকা করা হয়েছে৷
পাশাপাশি পেনশন ভোগীরা মাসে তিনশো টাকা করে মেডিকেল ভাতা পান সেটা বাড়ানো হয়েছে৷ চিকিত্সার জন্য সর্বোচ্চ যে দুই হাজার টাকা করে দেওয়া হয় তা বাড়িয়ে সাড়ে তিন হাজার টাকা করা হয়েছে৷ এখানেই শেষ নয় রাজ্য সরকারি কর্মচারীরা টিফিন অ্যালায়েন্সের জন্য যে টাকা পান তার পরিমাণ বাড়িয়ে 60 টাকা করা হয়েছে৷ যদিও পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজ্যের কোষাগারে চাপ পড়বে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দাবি দাওয়া মেটাতে তত্পর রাজ্য সরকার এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী৷