বাস ট্রেন নয়, এবার আকাশে উড়বে কলকাতার সাধারণ মানুষ, দুর্দান্ত পরিকল্পনা রাজ্যের

বাংলাহান্ট ডেস্কঃ দূষণমুক্ত কলকাতা এবং জানযট এড়াতে নয়া ভাবনা রাজ্য সকারের। শহরে রোপওয়ে (rope way) এবং মনোরেল চালু করার প্রস্তাব জানালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (firhad hakim)। ব্যস্ত সময়ে যানজটের ফলে রাস্তায় আটকে পরা নিত্যযাত্রীদের কিছুটা হলেও সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।

তবে এই প্রস্তাব এই প্রথমবার দেননি ফিরহাদ হাকিম। ২০১৫ সালের মার্চ মাসে রাজ্য সরকারের একটি বৈঠকেই এই প্রকল্পকে ছাড় দিয়েছিলেন ফিরহাদ হাকিম। ঠিক হয়েছিল দুটি রুটে রোপওয়ে চলবে- শিয়ালদহ থেকে ফেয়ারলি প্লেস এবং হাওড়া থেকে নবান্ন। খরচের হিসেব দেওয়া হয়েছিল, প্রতি কিলোমিটার পথ তৈরি করতে খরচ পড়বে কুড়ি কোটি টাকা।

307069403Udaipur Ropeway Main

সেই সময় নির্মাতা সংস্থাকে কাজের নির্দেশ দেওয়া হলেও, ছাড়পত্র পাওয়া যায়নি। নিরাপত্তা সংক্রান্ত খুটিনাটি খতিয়ে দেখতে বেশকিছুটা সময় লাগছে বলে জানিয়েছিল সরকার। তারপর আর সেই বিষয়ে কোন হেলদোল দেখা যায় নি। আবারও প্রায় ৫ বছরেরও বেশি সময় পর সেই ফিরহাদ হাকিমই আবারও রোপওয়ে এবং মনোরেল চালু করার প্রস্তাব পেশ করলেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ক্ষমতায় আসার পর থেকেই দূষণ এবং যানজট মুক্ত কলকাতা গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন, তাঁরই চিন্তাভাবনার ফসল রোপওয়ে এবং মনোরেল প্রকল্প। কিন্তু সেই প্রকল্পের বাস্তব রূপ এখনও দেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান দিনে পরিবহন ব্যবস্থায় গতি আনতে আবারও সেই প্রস্তাবই দেন ফিরহাদ হাকিম। এর ফলে কিছুটা দূষণ এবং যানজট এড়ানো যাবে বলেও মনে করা হচ্ছে। তবে শুধু রোপওয়ে এবং মনোরেলই নয়, সেইসঙ্গে গঙ্গার পাড়গুলিকে ঢেলে সাজানো এবং গঙ্গাবক্ষেও পরিবহণের সুষ্ঠু ব্যবস্থা গড়ে তোলারও ব্যবস্থা করা হচ্ছে। যেই কারণে ইতিমধ্যেই বিশ্বব্যাঙ্ককে প্রস্তাব দিয়েছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

Smita Hari

সম্পর্কিত খবর