সুশান্তের সঙ্গে নিজের ছবি শেয়ার করলেন শ্রাবন্তীর স্বামী রোশন, পোস্ট ঘিরে চরমে পৌঁছাচ্ছে আতঙ্ক!

বাংলাহান্ট ডেস্ক: রোশন সিং (roshan singh), শ্রাবন্তী চ‍্যাটার্জির (srabanti chatterjee) সঙ্গে বিয়ের পর থেকে বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। দুজনের চুপিচুপি বিয়ে, হানিমুন, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সবই লাইমলাইট কেড়ে নিয়েছে সঙ্গে সঙ্গে। স্বাভাবিক ভাবেই এবার যখন শ্রাবন্তীর তৃতীয় বিয়েটা নিয়েও বিচ্ছেদের আশঙ্কা দেখা দিয়েছে তখন রোশনও যে সংবাদ শিরোনামেই থাকবেন তা বলা বাহুল‍্য।

সোশ‍্যাল মিডিয়ায় ব‍্যাঙ্গাত্মক স্টেটাসের পাশাপাশি শ্রাবন্তীকে ঠুকেও মাঝে মাঝেই স্টেটাস দিতে দেখা যায় রোশনকে। তবে এবার এমন একটি ছবি পোস্ট করেছেন তিনি যে জোর গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়ায়।

srabanti chatterjee spouse Roshan Singh
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নিজের একটি ছবি কোলাজ করে শেয়ার করেছেন রোশন। সঙ্গে লিখেছেন, ‘নো ক‍্যাপশন’। রোশনের এই ছবি নিয়েই সোশ‍্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়। এই পোস্টের মাধ‍্যমে কি বোঝাতে চাইছেন রোশন? তবে কি সুশান্তের পথে হাঁটার মতো কোনো চিন্তা করছেন তিনি? এমনি প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে।

সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেন রোশন। সেখানে দেখা যায়, ভিড়ের মধ‍্যে সকলেই নিজের সঙ্গীকে আলিঙ্গন করে দাঁড়িয়ে। শুধু এক যুবকই একা। বাধ‍্য হয়ে নিজেকেই হাত দিয়ে জড়িয়ে ধরেছে সে। এই ছবির উপরে রোশন লেখেন ‘আমার অবস্থা’।

https://www.instagram.com/p/CJHKOkWg4Cl/?igshid=1ddtspvkhykdq

রোশনের এই স্টোরি দেখেই জোর গুঞ্জন টলিপাড়ায়। তবে কি বছর শেষে মিটতে চলেছে শ্রাবন্তী ও রোশনের সম্পর্কের তিক্ততা? ফের কি একসঙ্গে দেখা যাবে দুজনকে? প্রথম থেকেই এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী। এখনো মৌনতাই বজায় রেখেছেন তিনি। তাই জল্পনারও অবসান হয়নি এখনো।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল থেকে সব রোশনের সব ছবি মুছে দিয়েছিলেন শ্রাবন্তী। কিছুদিন আগে হ‍্যান্ডেলে নিজের নামের পাশে সিং পদবীটাও সরিয়ে ফেলেন তিনি। এই মুহূর্তে নিজের কেরিয়ার, নতুন জিম ও পরিবারকে নিয়ে চরম ব‍্যস্ত রয়েছেন শ্রাবন্তী।

Niranjana Nag

সম্পর্কিত খবর