প্রত‍্যেক বার বিয়ের পরেই পরকীয়া! নাম না করে কাকে কটাক্ষ শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনের?

বাংলাহান্ট ডেস্ক: এক সময় তুঙ্গে উঠেছিল শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (Srabanti Chatterjee) ও রোশন সিংয়ের (Roshan Singh) সোশ‍্যাল মিডিয়ায় কাদা ছোঁড়াছুঁড়ি। কেউই কারোর নাম করতেন না। কিন্তু তীরগুলো যে একে অপরের জন‍্যই তা বুঝতে বাকি থাকত না নেটিজেনদের। এখন অবশ‍্য শ্রাবন্তী তোপ, পালটা তোপের বদলে ব‍্যক্তিগত জীবনে বেশি মনোযোগ দিয়েছেন। শোনা যাচ্ছে, চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

এদিকে রোশন অবশ‍্য চুপ করে বসে থাকার পাত্র নয়। সুযোগ পেলেই নেটমাধ‍্যমে ব‍্যঙ্গাত্মক মন্তব‍্য ছুঁড়ছেন। এই যেমন রোশনের সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরিতে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। ‘প্রত‍্যেকটি বিয়ের পরেই কেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় ও?’

IMG 20210627 211500
না, অন‍্যান‍্য পোস্টের মতো এটাতেও কোনো নাম উল্লেখ করেননি রোশন। তাঁর নিশানা কি শ্রাবন্তীর দিকে? রোশন অবশ‍্য দাবি করেছেন, তিনি কাউকে উদ্দেশ‍্য করেননি এই পোস্টের মাধ‍্যমে। অনেকে অনেক কিছুই ভাবতে পারেন এই ইনস্টা স্টোরি দেখে।

উল্লেখ‍্য, গত প্রায় দু বছর ধরে শ্রাবন্তীর থেকে আলাদা থাকছেন রোশন। এখনো পর্যন্ত দুজনের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে। শোনা যাচ্ছে, রোশনের থেকে খোরপোশও দাবি করেছেন তিনি। ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশনের থেকে খোরপোশও চেয়েছেন তিনি। রোশনের আইনজীবী জানিয়েছেন, রোশনের থেকে প্রতি মাসে ৭ লক্ষ টাকা করে খোরপোশ চেয়েছেন শ্রাবন্তী। যদিও বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্য করেননি অভিনেত্রী।

Screenshot 2022 03 15 19 18 58 428 com.instagram.android
তিনি ব‍্যস্ত আইনি ঝামেলা সামলাতে। গলায় শিকল পরানো একটি বেজির ছানার সঙ্গে ছবি তোলায় বড়সড় ফ‍্যাসাদে পড়েছেন শ্রাবন্তী। বন‍্যপ্রাণ সুরক্ষা আইনে অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। সোমবার বেলা বারোটা নাগাদ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দফতরে হাজিরা দেন শ্রাবন্তী।

এর আগে ৮ ও ৯ মার্চ অভিনেত্রীর পাশাপাশি ঘটনার দিন শুটিং সেটে থাকা লোকজনদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই প্রসঙ্গে কিছু প্রশ্নের উত্তর খুঁজতেই আবার ডেকে পাঠানো হয় শ্রাবন্তীকে। এদিন তাঁর বয়ান রেকর্ড করা হয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর