বাংলাহান্ট ডেস্ক: রোশন সিং (roshan singh) এর সঙ্গে লুকিয়ে তৃতীয় বিয়ে করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee)। দু বছর কাটতে না কাটতেই ফাটল ধরে সেই বিয়েতে। চলতি মাসেই রোশনের সঙ্গে আদালতে সাক্ষাৎ হওয়ার কথা শ্রাবন্তীর সঙ্গে। রোশন বিয়েটা ভাঙতে না চাইলেও অভিনেত্রী ইতিমধ্যেই পুরনো চ্যাপ্টার ভুলে নতুন বই খুলে ফেলেছেন।
মুখ দেখাদেখি, কথাবার্তা বন্ধ থাকলেও সোশ্যাল মিডিয়ায় একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না রোশন শ্রাবন্তী। সুযোগ পেলেই পরোক্ষে কাদা ছোঁড়াছুঁড়ি চলতেই থাকে দুজনের। তবে সম্প্রতি একটু করুন সুর শোনা গিয়েছে রোশনের মুখে। ভালবেসে চোখের জল ফেলতে হয়েছিল, এমন কথাই জানালেন রোশন।
সম্প্রতি নিজের ইনস্টিগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে এক যুবককে বলতে শোনা যাচ্ছে ব্যর্থ ভালবাসার কথা। কাউকে ভালবেসে রাত জাগা আর তারপর তারই জন্য চোখের জল ফেলা। তবে এ ভিডিও স্ট্যাটাস কার জন্য তা রোশন উল্লেখ না করলেও নেটিজেনদের দৃঢ় বিশ্বাস শ্রাবন্তীকে উদ্দেশ্য করেই এই ভিডিও পোস্ট করেছেন তিনি।
কিন্তু শ্রাবন্তী রোশনের থেকে এখন অনেক দূরে চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে বুঁদ হয়ে রয়েছেন। পেশায় ব্যবসায়ী অভিরূপ। শ্রাবন্তীর অভিজাত অ্যাপার্টমেন্টেই নাকি থাকেন তিনি। তবে তাঁর টাওয়ার আলাদা। এপ্রিল নাগাদ নাকি সম্পর্কের এক মাস পূর্ণ পূর্তিও একসঙ্গে সেলিব্রেট করেন দুজন। শোনা যাচ্ছিল সম্প্রতি প্রেমিকের সঙ্গে পাহাড়ে ঘুরেও এসেছেন শ্রাবন্তী। ইতিমধ্যেই অভিরূপকে একটি হীরের আংটি উপহার দিয়েছেন অভিনেত্রী। পরিবারের সঙ্গে মিলে সেলিব্রেট করেছেন তাঁর জন্মদিনও। তাঁর ভাইয়ের জন্মদিনেও দেখা মিলেছিল শ্রাবন্তীর।