সুস্মিতা-করিনার পাশে দাঁড়িয়ে সেলফি, পুরনো স্মৃতি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করলেন রোশন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী শ্রাবন্তী চ‍্যাটার্জির (srabanti chatterjee) স্বামী রোশন সিং (roshan singh), এই পরিচয়েই এখন সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল তিনি। ইনস্টাগ্রামে ভালই সক্রিয় রোশন। নতুন কোনো পোস্ট করলেই খবরের শিরোনামে চলে আসেন রোশন। উপরন্তু গত বছরের শেষ থেকে শ্রাবন্তীর সঙ্গে তাঁর মনোমালিন‍্যের খবর রাতারাতি কেড়ে নেয় সব লাইমলাইট।

তবে একটা সময় সব লাইমলাইট থেকেই দূরে ছিলেন রোশন। প্রথমে এক বিমান সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কেবিন ক্রু ছিলেন রোশন। বহু তারকার সঙ্গেই সাক্ষাৎ হয় তাঁর সেই সময়। করিনা কাপুর খান, সুস্মিতা সেন, পরিণীতি চোপড়া, মহেন্দ্র সিং ধোনি সকলের সঙ্গেই ক‍্যামেরাবন্দি হয়েছেন রোশন। সেই সব পুরনো স্মৃতি শেয়ার করলেন তিনি।


এর আগে যশ রোশন দুজনকেই দেখা যায় একসঙ্গে। দুজনেই একসঙ্গে ক‍্যামেরাবন্দি হন। আসলে রোশনের যে জিমের ফ্র‍্যাঞাইজি আছে তা অনেকেই জানেন। সেই জিমেই শরীরচর্চার জন‍্য এসেছিলেন যশ দাশগুপ্ত।

https://www.instagram.com/p/CKqxxsgglnd/?igshid=11b555acn86bm

সেই সূত্রেই রোশনের সঙ্গে ছবি তোলেন অভিনেতা। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে ছবি শেয়ার করে রোশন লেখেন, ‘যখন বন্ধুরা আসে বন্ধুত্বপূর্ণ ওয়ার্ক আউটের জন‍্য’। এর আগেই অবশ‍্য রোশন জানিয়েছিলেন গোটা টলিউডের সঙ্গেই নাকি পরিচিতি রয়েছে তাঁর।

https://www.instagram.com/p/CKqxnH0AxEb/?igshid=154vzumcu6sy9

খুব শীঘ্রই নিজের ক্লোদিং ব্র‍্যান্ড লঞ্চ করতে চলেছেন রোশন। তবে তাঁর জন‍্য শ্রাবন্তী নন, অন‍্য তারকাকে দিয়েই লঞ্চ করাবেন বলে জানান রোশন। গোটা টলিউডের সঙ্গেই নাকি পরিচিতি রয়েছে রোশনের। তবে দিনের শেষে তাঁর বক্তব‍্য, যা হয়েছে ভালোর জন‍্যই হয়েছে।

X