বাংলাহান্ট ডেস্ক : টিআরপির লড়াইয়ে প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ যেকোনো সিরিয়াল। তবুও টিআরপির ওঠানামায় কোনো সিরিয়াল এগিয়ে যায়, কোনোটা আবার পিছিয়ে যায়। সম্প্রতি প্রকাশ্যে আসা টিআরপি তালিকায় দেখা গিয়েছে, বেশ খানিকটা পিছিয়ে পড়েছে ‘রোশনাই’ (Roshnai)। এমতাবস্থায় সিরিয়ালেও দেখা যেতে চলেছে নায়ক নায়িকার বিচ্ছেদ।
রোশনাইয়ের (Roshnai) জন্য কিছু বলে না আরণ্যক
কিছুদিন আগেই দেখা গিয়েছে, বিয়ের দিন গরিমাকে আগুনে পুড়িয়ে মারার ষড়যন্ত্র হয়। গরিমার মা সুরঙ্গমাই এই কাণ্ড ঘটিয়ে দোষ চাপিয়েছে রোশনাইয়ের ঘাড়ে। এদিকে গরিমা আর রোশনাইয়ের (Roshnai) মাঝে পড়ে চুপ করে থাকে আরণ্যক। রোশনাইয়ের হয়ে কিছুই বলতে দেখা যায়নি তাকে। তবে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয় রোশনাই।
গল্পে আসছে বড় টুইস্ট: এরপরেই গল্পে আসতে চলেছে বড় মোড়। সম্প্রতি প্রোমোতে দেখা গিয়েছে, নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে রোশনাই (Roshnai)। তবে যাওয়ার আগে একটি চিঠি লিখে রেখে যায় সে। পরে সেই চিঠি পড়ে আরণ্যকের হাতে।
আরো পড়ুন : ‘সমাজে যারা প্রতিষ্ঠিত…’, সংরক্ষণ নীতি নিয়ে এবার বড় মন্তব্য সুপ্রিম কোর্টের
কী দেখাল প্রোমোতে: আরণ্যক সেই চিঠি থেকে জানতে পারে, রোশনাই (Roshnai) তার থেকে অনেক দূরে চলে গিয়েছে। এরপরেই জানা যাবে, নতুন শহরে নিজের পরিচিতি গড়ে তুলতে চেষ্টা করবে রোশনাই। অথচ যোগ্যতা থাকা সত্ত্বেও অচেনা শহরে সে কিছুতেই মানিয়ে নিতে পারে না। আরণ্যক আর রোশনাইয়ের (Roshnai) এই দূরত্বের কী প্রভাব পড়বে সিরিয়ালে?
আরো পড়ুন : সীমান্তে চোখ রাঙাচ্ছে চিন, পড়শিদের আগ্রাসনের জবাব দিতে কতটা তৈরি ভারত? জানালেন বায়ুসেনা প্রধান
এমনিতেই অনুষ্কা গোস্বামীর জায়গায় তিয়াশা লেপচাকে এখনো রোশনাই হিসেবে মেনে নিতে পারেননি দর্শকদের একাংশ। তার প্রভাব পড়েছে টিআরপিতে। এর মধ্যে আবার নায়ক নায়িকার মধ্যে দূরত্ব দর্শকরা কীভাবে নেয় সেটাই দেখার অপেক্ষা।