এক বছর অপেক্ষার পর অবশেষে বিয়ের পিঁড়িতে, রোশনিকে কোলে তুলে নিয়ে ঘুরলেন তূর্য

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ অপেক্ষার শেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। সাত পাক ঘুরে সাত জন্মের জন‍্য একে অপরের সঙ্গে বাঁধা পড়লেন রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya) এবং তূর্য সেন। আইনি বিয়ে অবশ‍্য আগেই সেরে রেখেছিলেন। এটা ছিল রোশনির কথায় বিয়ে ২.০। আপাতত সোশ‍্যাল মিডিয়ায় চর্চায় ‘জগদম্বা’র বিয়ের ছবি।

এক বছর আগে তূর্যর সঙ্গে রেজিস্ট্রি ম‍্যারেজ সেরেছিলেন রোশনি। তাই নিজেকে বিবাহিতই বলেন তিনি। সামাজিক বিয়েটাও হয়ে যেত এতদিনে। কিন্তু একটা বাধা পড়ে যাওয়ায় বিয়েটা মুলতুবি রাখতে বাধ‍্য হন তাঁরা। আইনি বিয়ের পর হঠাৎ করেই মারা যান রোশনির শ্বশুরমশাই। তাই এক বছর অপেক্ষার পর অবশেষে গত ৯ ডিসেম্বর সামাজিক ভাবে বিয়ে করলেন রোশনি তূর্য।

roshni bhattacharya
শহরের এক নামী রিসর্টে বসেছিল বিয়ের আসর। লালের বদলে গোলাপি বেনারসীতে সেজেছিলেন কনে। ঘিয়ে পাঞ্জাবি ধুতিতে দেখা মিলল তূর্যর। জানা যাচ্ছে, বৈদিক রীতি মেনে বিয়ে সেরেছেন দুজনে। ছবিতে উজ্জ্বল হাসিমুখে ধরা দিলেন রোশনি। বিয়ে মিটতেই স্ত্রীকে কোলে তুলে নেন তূর্য। রাস্তার দুদিকে আতশবাজির মধ‍্যে দিয়ে এগিয়ে যান রোশনিকে নিয়ে।

https://www.instagram.com/p/Cl5qP4LLGZe/?igshid=YmMyMTA2M2Y=

রোশনির প্রিয় বান্ধবী সোমাশ্রী ভট্টাচার্য থেকে শুরু করে দীপশ্বেতা মিত্র, কৌশিক দাস সহ অনেকেই এসেছিলেন বিয়েতে। মেনুতে ছিল পোলাও, মাংস, কুলফির মতো বাঙালিয়ানায় ভরপুর সব খাবার দাবার।

roshni
প্রসঙ্গত, করুণাময়ী রাণী রাসমণি (Karunamoyee Rani Rasmoni) সিরিয়ালে রাণীমার ছোট মেয়ে জগদম্বার বড় বেলার চরিত্রে অভিনয় করেছিলেন রোশনি। দীর্ঘ দিন ধরে দক্ষতার সঙ্গে জগদম্বা চরিত্রটিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। তবে সিরিয়ালটি শেষ হওয়ার মাস কয়েক আগে বেরিয়ে আসেন রোশনি।

https://www.instagram.com/reel/Cl76mDSA4uN/?igshid=YmMyMTA2M2Y=

নতুন জীবন শুরু করার জন‍্য কিছুদিন অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এখন অবশ‍্য রোশনি পরিচিত রোহিণী নামে। স্টার জলসার ‘গোধূলি আলাপ’এ অভিনয় করছেন তিনি। পাশাপাশি বড়পর্দাতেও দেখা যাবে রোশনিকে। সৃজিত মুখোপাধ‍্যায় পরিচালিত ‘অতি উত্তম’ ছবিতে তিনিই নায়িকা।

Niranjana Nag

সম্পর্কিত খবর