সিরিয়ালে সুযোগ পেতে হলে দিতে হবে ৫ লাখ! আত্মহত‍্যা করতে গিয়েছিলেন ‘ফেলনা’ খ‍্যাত রোশনি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharya)। টেলিপাড়ার বেশ পরিচিত মুখ। ‘ফেলনা’র দৌলতে কাঙ্খিত জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন তিনি। জানেন কি, এটা রোশনির দ্বিতীয় সিরিয়াল? এর আগে ‘হৃদয়হরণ বি এ পাশ’ সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। তবে সেটা তেমন জনপ্রিয়তা পায়নি। ফেলনা মোড় ঘুরিয়ে দেয় রোশনির কেরিয়ারের।

কিন্তু এই জনপ্রিয়তা পেতে কতটা কষ্টের মধ‍্যে দিয়ে যেতে হয়েছিল রোশনিকে সেটা অনেকেই জানে না। অভিনয় করতে চাইছিলেন তিনি। কিন্তু কেউ সুযোগ দিতে রাজিই ছিলেন না। এমনকি কাজের আশায় ঘুরতে ঘুরতে ভুয়ো লোকের পাল্লাতেও পড়েছিলেন রোশনি।


‘দিদি নাম্বার ওয়ান’ সিজন ৮ এ মায়ের সঙ্গে খেলতে এসেছিলেন তিনি। সেখানেই কেরিয়ারের শুরুর দিকের কিছু ঘটনা জানান রোশনি। তখনো ডেবিউ করেননি তিনি। কাজের আশায় হন‍্যে হয়ে ঘুরছেন ইন্ডাস্ট্রিতে। কিন্তু সুযোগ দিতে রাজিই হচ্ছিলেন না কেউ।

অবশেষে যাও বা একজন কাজ দিতে রাজি হন তাও এক বিরাট শর্ত চাপিয়ে দেন। ৫ লক্ষ টাকা দিলে তবেই মিলবে কাজ। অনেক দর কষাকষি করে ৫ লাখটা নামে ৫০ হাজারে। কিন্তু শেষমেষ ওই কাজটা করতে দেননি রোশনি মা। তিনি চাননি যে মেয়ে টাকা দিমে কাজ পাক। পরিস্থিতির চাপে নাকি আত্মহত‍্যা পর্যন্ত করতে গিয়েছিলেন অভিনেত্রী।

অবশ‍্য তারপরেই ‘হৃদয়হরণ বি এ পাশ’ সিরিয়ালের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখেন রোশনি। ২০১৮-২০২০ পর্যন্ত চলেছিল সিরিয়ালটি। তার পরের বছরেই ফেলনার ‘শ্রুতি’ চরিত্রে অভিনয়ের সুযোগ পান রোশনি। জনপ্রিয়তাও পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু এখনো পুরনো ভয়টা মনের কোণে রয়েই গিয়েছে তাঁর।

প্রসঙ্গত, মাঝে অন‍্য একটি কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন রোশনি। অভিনেতা দিব‍্যজ‍্যোতি দত্তর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায়। অবশ‍্য দুজনের কেউই স্বীকার করেননি সেটা। ‘ভাল বন্ধু’ তকমা দিয়েই রটনায় ইতি টেনেছিলেন তাঁরা।

সম্পর্কিত খবর

X