বাংলা হান্ট ডেস্কঃ নিজ রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে গিয়ে বেফাঁস মন্তব্য! বিতর্কে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (CM Nitish Kuamr)। একদিকে মহিলারা অশিক্ষিত আর অন্যদিকে পুরুষরা বেলাগাম হয়ে যৌন সংগম করছেন, এরফলে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বিহারের জন্যসংখ্যা। এমনই মন্তব্য করে বিতর্ক বাঁধালেন বিহারের মুখ্যমন্ত্রী।
ঠিক কী বললেন জেডিইউ সুপ্রিমো? শনিবার বৈশালীতে (Vaishali) একটি জনসভা মঞ্চ থেকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “মহিলারা তো পড়াশোনা করেন না। আর পুরুষরা প্রতিদিন যৌন সংগম করতে থাকেন। অতিরিক্ত সন্তানের জন্ম দেওয়া ঠিক নয়, সেই বিষয়টি তাঁদের মাথায় থাকে না। মহিলারা যদি পড়াশোনা করতেন তাহলে জানতেন, কীভাবে তাঁরা বাঁচতে পারেন।”
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘যদি মহিলারা শিক্ষিত হতেন, তা হলে জন্মহার কমত। এটাই বাস্তব। আজকাল মহিলারা শিক্ষিত নন।’’ নীতীশের এই মন্তব্য ঘিরেই দানা বেঁধেছে জোর বিতর্ক। প্রকাশ্য জনসভায় আপত্তিকর ভাষা প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী, এমন অভিযোগেই সরব হয়েছে বিরোধী শিবির।
নীতীশের মন্তব্যকে হাতিয়ার করে সরব হয়েছে বিহারের বিরোধী দলনেতা সম্রাট চৌধুরী। মুখ্যমন্ত্রীর সেই বক্তৃতার একটি ভিডিও টুইট করে বিজেপি নেতা বলেন, “অত্যন্ত রুক্ষ ও অসংবেদনশীল মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই রকম ভাষা প্রয়োগ করে তাঁর পদের অসম্মান করেছেন তিঁনি।”
मुख्यमंत्री श्री कुशासन कुमार जी ने जिन अमर्यादित शब्दों का प्रयोग किया वह संवेदनहीनता की पराकाष्ठा है। ऐसे शब्दों का प्रयोग कर वह मुख्यमंत्री पद की गरिमा को कलंकित कर रहे हैं। pic.twitter.com/d8hwU0KzkR
— Samrat Choudhary (@SMCHOUOfficial) January 7, 2023
সবমিলিয়ে বেফাঁস এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য, জাতির ভিত্তিতে জনগণনা শুরু করেছে বিহারের নীতিশ সরকার। সেই প্রসঙ্গে সমাধান যাত্রা নামের এই কর্মসূচির প্রচারে গিয়েই বিতর্কে জড়ালেন জেডিইউ সুপ্রিমো।