বাংলা হান্ট নিউজ ডেস্ক: শেষপর্যন্ত ইস্টবেঙ্গলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি শিবিরে যোগদান করলেন প্রাক্তন এটিকে মোহনবাগান স্ট্রাইকার রয় কৃষ্ণা। তার সাথে সুনীল ছেত্রীর বোঝাপড়া দেখতে মুখিয়ে রয়েছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। গত কয়েক মরশুমে প্রত্যাশিত সাফল্য পায়নি ক্লাবটি। এবার তাই একাধিক বড় নামকে দলে নিয়ে বাজিমাত করতে চাইছে তারা।
<span;>রয় কৃষ্ণা এটিকে মোহনবাগানের সাথে সম্পর্ক শেষ করার পর থেকেই জল্পনা চলছিল যে হয়তো লাল হলুদ শিবিরে যোগ দেবেন তিনি। কিন্তু ইস্টবেঙ্গলের নিজের ভবিষ্যতেরই কোনও ঠিক নেই। অবশ্য ইস্টবেঙ্গল ছাড়াও আরও আইএসএলের কয়েকটি ক্লাবের অফার ছিল তার কাছে। তাছাড়া অস্ট্রেলিয়ান এ লিগেও ফিরে যাওয়ার সুযোগ ছিল তার ক্লাবে। কিন্তু শেষপর্যন্ত বেঙ্গালুরু এফসিকেই বেছে নিলেন ফিজিয়ান তারকা।
<span;> <span;>বেঙ্গালুরু এফসির সাথে রয় কৃষ্ণার সম্পর্কর গুঞ্জন শুরু হওয়া মাত্রই ইনস্টাগ্রামে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেন ফ্রিজের তারকা স্ট্রাইকার। ইনস্টাগ্রামে নিজের স্ত্রীয়ের দক্ষিণ ভারতীয় সাজে একটি ছবি তিনি পোস্ট করেন এবং বলেন যে তাকে দক্ষিণ ভারতীয় সাজেই ভালো মানাচ্ছে। এটিকে মোহনবাগান যে তিনি নিজে ছাড়েননি তা এখন অনেকটাই স্পষ্ট। তোমার সময়ের মাঝপথে নিযুক্ত হওয়ার জুয়ান ফার্নান্দোর স্টাইলের সাথে মানিয়ে উঠতে পারছিলেন না কৃষ্ণা। ফলে অনেকটা কোচের সিদ্ধান্তের কারণেই তাকে এটিকে মোহনবাগান ছাড়তে হয়েছে। তাই নিজের স্ত্রীয়ের দক্ষিণ ভারতীয় সাজের সঙ্গে এই ক্যাপশন কিছুটা যেন এটিকে মোহনবাগানকে কটাক্ষ করেই দেওয়া।
<span;>বেঙ্গালুরু এফসিতে নিজের পুরোনো সতীর্থ প্রবীর দাসের সঙ্গ পাবেন কৃষ্ণা। তিনিও জুয়ান ফার্নান্দোর স্টাইলে মানানসই ছিলেন না তাই তাকেও এটিকে মোহনবাগান ছাড়তে হয়েছে। দুজনের জুটি কি এবার বেঙ্গালুরু এফসিকে সাফল্য এনে দেবে?