আইপিএলে প্রথম কোনো মহিলা সাপোর্ট স্টাফ নিয়োগ করে ইতিহাস গড়ল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু।

প্রতি বছরই আইপিএলে দুর্দান্ত টিম তৈরি করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু। অন্যান্য দলকে টেক্কা দিয়ে একের পর এক বড় বড় তারকা ক্রিকেটার কে নিজেদের দলে নিয়ে চমকে দেয় আরসিবি। ব্যাটিং বিভাগে থাকে বিরাট কোহলি, এবি ডিবিলিয়ার্স এর মত বড় বড় ব্যাটসম্যান তেমনি বোলিং বিভাগেও থাকে বাঘা বাঘা বোলার। কিন্তু তারপরেও ট্রফি জয়ে ব্যার্থ ব্যাঙ্গালুরু। প্রতিবারই বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি জয়ের স্বপ্ন দেখে কিন্তু এখনও পর্যন্ত আইপিএল জয় স্বপ্নই থেকে গিয়েছে ব্যাঙ্গালুরুর।

আর তাই আইপিএল এর তেরো তম আসরে এসে ফের একবার জয়ের লক্ষ্যে দল সাজাতে তৈরি আরসিবি। কিন্তু তার আগেই এবার বড়সড় চমক দিল বিরাট কোহলির আরসিবি। এখন পর্যন্ত এতগুলি আইপিএল হয়ে গেলেও একবারও আইপিএলে কোনো মহিলা স্টাফকে দেখা যায় নি। কিন্তু পরের বার আইপিএলে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু দলে দেখা যাবে একজন মহিলা সাপোর্ট স্টাফ। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু দলে স্পোর্টস ম্যাসাজ থেরাপিস্ট হিসাবে নিযুক্ত হলেন নবনীতা গৌতম।

RCB 710x400xt

আসন্ন মরশুমে ব্যাঙ্গালুরু দলের পুরো সাপোর্ট স্টাফদের ঢেলে সাজানো হচ্ছে। আর তাই দলে নিযুক্ত করা হয়েছে মহিলা সাপোর্ট স্টাফ নবনীতা গৌতমকে। এই নবনীতা গৌতম গোটা মরশুমই দলের সাথে থাকবেন বলে জানা গিয়েছে। আর মহিলা সাপোর্ট স্টাফ নিয়োগ করে আইপিএল ইতিহাসের খাতায় নিজেদের নাম তুলল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু।


Udayan Biswas

সম্পর্কিত খবর