শেষ বলে ভরতের ছয় দেখে আনন্দে আত্মহারা হলেন বিরাট কোহলি, ভাইরাল ভিডিওতে মজল নেটপাড়া

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল ২০২১-এ লিগ পর্যায় শুক্রবার ব্যাপক রোমাঞ্চের সঙ্গে শেষ হয়। শেষ ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) আর দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) মুখোমুখি হয়েছিল। RCB-র জয়ের জন্য শেষ বলে ৫ রানের দরকার ছিল। আর শেষ বলে দলের উইকেটকিপার কেএস ভরত (KS Bharat) ছয় মেরে টিমকে ৭ উইকেটে জিতিয়ে দেয়। RCB-র এই জয়ের পর অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) খুশিতে আত্মহারা হয়ে পড়েন। ভরত ছয় হাঁকাতেই কোহলি ড্রেসিং রুমের মধ্যেই উল্লাস করতে শুরু করে দেন। কোহলির (Virat Kohli) এই উল্লাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়ে যায়।

ভরত ৫২ বলে ৭৮ রানের মারকুটে ইনিংস খেলে RCB-কে জয় এনে দেয়। RCB ১৬৫ রানের লক্ষ্যে নেমে মাত্র ৬ রানেই দুই উইকেট খুইয়ে দেয়। অধিনায়ক বিরাট কোহলি ৪ আর দেবদত্ত শূন্য রানে আউট হয়ে যায়। সেই সময় RCB-র জয় মুশকিল বলেই ধরে নেওয়া হয়েছিল। আর তখন ভরত ডিভিলিয়ার্সের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৯ এবং ম্যাক্সওয়েলের সঙ্গে চতুর্থ উইকেটে ১১১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দলকে জিতিয়ে দেন।

ম্যাচের পর কোহলি ভরতকে নিয়ে বলেন, ভরত এই ম্যাচের আগেও অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। আমার বিশ্বাস ও তিন নম্বরে খুব ভালমতো ব্যাট করতে পারবে। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে। ওই এই ম্যাচে নিজের দক্ষতা সবার সামনে প্রমাণ করেছে।

ভরতের ৭৮ রানের ইনিংসে তিনটি ৪ আর ৪টি ছয় ছিল। এটাই ভরতের টি-২০ ইতিহাসে সবথেকে বড় ইনিংস। তাঁর এই অতুলনীয় ব্যাটিংয়ের জন্য তাঁকে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়। ভরত ছাড়াও ম্যাক্সওয়েল ৫১ রানের ইনিংস খেলেছে। আরসিবি এই জয়ের পর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় নম্বরে চেন্নাই সুপার কিংস, প্রথম নম্বরে দিল্লি এবং চতুর্থ নম্বরে কলকাতা নাইট রাইডার্স রয়েছে।

সম্পর্কিত খবর

X