বাংলা হান্ট নিউজ ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ সবসময়ই আইপিএলের ইতিহাসে সবচেয়ে উত্তেজনামূলক প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি। এই দুটি দলই বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০০৮ সালে উদ্বোধনী আইপিএলের প্রথম ম্যাচের অংশ ছিল। ব্রেন্ডন ম্যাককালাম সেই ম্যাচে এখন পর্যন্ত কেকেআর-এর হয়ে একমাত্র শতরান করা খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন। তারপর থেকে আজ অবধি কোনও নাইট ব্যাটার ১০০ এর গন্ডি ছুঁতে পারেননি। তার অপরাজিত ১৫৮ রানের ইনিংসের কেকেআর ১৪০ রানের বড় ব্যবধানে আরসিবিকে পরাজিত করেছিল।
২০০৮ সাল থেকে, দুই দল আইপিএলে ৩০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। দুটির মধ্যে, কলকাতা ১৭ টি জয়ের সাথে শীর্ষে রয়েছে যেখানে আরসিবি ১৩ বার আইপিএলে কলকাতার বিরুদ্ধে জয় পেয়েছে। সাম্প্রতিক রেকর্ড বলছে শেষ ছয়টি ম্যাচের ৪ টিতে জয় পেয়েছে আরসিবি। কিন্তু শেষ দুই ম্যাচে নাইটরা বাজি মেরেছে।
প্রাক্তন ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলির আইপিএলে এই দুই দলের মধ্যে খেলায় একটি অবিশ্বাস্য রেকর্ড রয়েছে। তিনি ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, গৌতম গম্ভীর, জ্যাক ক্যালিস এবং ব্রেন্ডন ম্যাককালাম দের টপকে এই ফিক্সচারে সর্বাধিক রান (৭৭৪) করেছেন। উল্টোদিকে বোলারদের মধ্যে সুনীল নারায়ণ এই ফিক্সচারে সবচেয়ে বেশি (২০) উইকেট নিয়েছেন। তার পরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল(১৯), বিনয় কুমার(১৭)।
চলতি আইপিএলে দুই দলই নতুন অধিনায়ক নিযুক্ত করেছে। নিজেদের প্রথম ম্যাচ লো স্কোরিং ম্যাচ হলেও দুর্দান্ত জয় পেয়েছে শ্রেয়স আইয়ারের কেকেআর। অপরদিকে অধিনায়ক দু প্লেসিসের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে ২০০-র ওপর রান তুলেও হারতে হয়েছে আরসিবি-কে। আজ জিততে মরিয়া থাকবে দুই দলই।