RCB অনুরাগীদের জন্য সুখবর! প্লে-অফের লড়াইতে অংশ নেবেন দুর্ধর্ষ প্লেয়ার, হতে চলেছে ধামাকা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫ প্লে-অফের আগে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) জন্য একটি বড় সুখবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জশ হ্যাজেলউড বোলিং অনুশীলন শুরু করেছেন। পাশাপাশি, এবং তিনি শীঘ্রই RCB দলে যোগ দিতে পারেন। আসলে বেঙ্গালুরু দল ইতিমধ্যেই প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) জন্য বড় সুখবর:

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হ্যাজেলউড ব্রিসবেনে বোলিং অনুশীলন শুরু করেছেন এবং তিনি ২৫ মে বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দলের সাথে যোগ দিতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, জশ হ্যাজেলউডকে শেষবার ২৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল।

Royal Challengers Bengaluru player recent update.

এরপর, তিনি কাঁধে ব্যথার বিষয়টি সামনে আনেন। যার কারণে তিনি গত ৩ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচটি খেলতে পারেননি। তবে, হ্যাজেলউডের বোলিং অনুশীলন পুনরায় শুরু করার বিষয়টিকে তাঁর শীঘ্রই ক্রিকেট মাঠে ফিরার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ভুগছেন গত ৫ বছর ধরে! এবার বড়সড় অস্ত্রোপচারের সম্মুখীন হবেন রোহিত শর্মা, সামনে এল আপডেট

জানিয়ে রাখি যে, জশ হ্যাজেলউড বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন এবং প্লে-অফের আগে RCB (Royal Challengers Bengaluru)-র এখনও ২ টি ম্যাচ বাকি আছে। আগামী ২৩ মে SRH-এর সাথে এবং ২৭ মে লখনউ সুপার জায়ান্টসের সাথে তাদের ম্যাচ খেলতে হবে।হ্যাজেলউডের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যাবে, তিনি বর্তমানে IPL ২০২৫-এ RCB-র হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী (১৮) হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে, প্লে-অফ ম্যাচের জন্য হ্যাজেলউড RCB দলে থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: “আমার কাছে টাকা…..”, এবার সরকারের কাছে বড় দাবি করলেন জ্যোতি মালহোত্রার বাবা, জানালেন…..

৫ ম্যাচে অপরাজিত RCB: জশ হ্যাজেলউডের মারাত্মক বোলিং RCB (Royal Challengers Bengaluru)-র প্লে-অফে পৌঁছনোর একটি বড় কারণ। জানিয়ে রাখি যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গত ৫ টি ম্যাচে হারেনি। যার মধ্যে বৃষ্টির কারণে বাতিল হওয়া KKR-এর বিরুদ্ধে ম্যাচটিও রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০১৬ সাল থেকে IPL ফাইনাল খেলেনি। কিন্তু এবার রজত পাতিদারের নেতৃত্বে RCB তাদের প্রথম IPL শিরোপা জয়ের দিকে এগিয়ে চলেছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X