বাংলা হান্ট ডেস্ক : সপ্তাহের বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) নম্বর প্রকাশের দিন। লক্ষ্মীবার আসতে না আসতেই প্রকাশ্যে চলে এল এই সপ্তাহের টিআরপির (Target Rating Point) তালিকা। এই প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই আগামী পর্বের প্ল্যান প্রোগ্রাম সাজায় নির্মাতারা। গত বছরের শেষের দিক থেকে অনেকটাই বদল এসেছে নম্বর বিভাজনে। এককালীন বেঙ্গল টপাররা যেমন মুখ থুবড়ে পড়েছে তেমনই তালিকার উপরের দিকে উঠে এসেছে নতুনরা।
দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জন্য এই সপ্তাহতেও অব্যাহত হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে জি বাংলার ফুলকি অন্যদিকে স্টার জলসার গীতা এল এল বি-র মধ্যে চলছে হাড্ডাহাড্ডি যুদ্ধ। চলতি সপ্তাহে ৮.৩ পয়েন্টের সাথে তালিকার তৃতীয় স্থানে রয়েছে গীতা এল এল বি। যেখানে ১ পয়েন্ট বেশি পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ (৮.৪)।
এদিকে চলতি সপ্তাহে বেঙ্গল টপারের জায়গায় চলে এসেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৯.১। তবে সময়ের সাথে সাথে ফের ঘুরে দাঁড়াচ্ছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ৭.৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে সূর্য দীপার এই মেগা। তবে পিছিয়ে পড়েছে পর্ণা সৃজনের ‘নিম ফুলের মধু’। ৭.৭ পয়েন্টের সাথে তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে এই মেগা।
নতুন সপ্তাহে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, দেখে নেওয়া যাক
1st •• জগদ্ধাত্রী ৯.১
2nd •• ফুলকি ৮.৪
3rd •• গীতা llb ৮.৩
4th •• অনুরাগের ছোঁয়া ৭.৮
5th •• নিমফুলের মধু ৭.৭
6th •• কার কাছে কই মনের কথা ৭.০
7th •• তোমাদের রাণী, কোন গোপনে মন ভেসেছে ৬.৯
8th •• কথা, সন্ধ্যাতারা ৬.৮
9th •• Love বিয়ে আজকাল, জল থই থই ভালোবাসা ৬.৬
10th •• হরগৌরী পাইস হোটেল ৬.০
এদিকে নন ফিকশন শো-র কথা বললে, ঘরে ঘরে জি বাংলার ঝুলিতে এসেছে ১.৫ পয়েন্ট। যেখানে রচনা ব্যানার্জি সঞ্চালিত শো দিদি নম্বর ওয়ান-র দখলে এসেছে ৫.৯ পয়েন্ট। যেখানে সানডে ফিকশন (জলসা) এর দখলে রয়েছে ৬.৭ পয়েন্ট। এবং সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত শো ‘দাদাগিরি’র দখলে রয়েছে ৫.৩ পয়েন্ট।