আরও কম দামে এবার হবে স্বপ্নপূরণ! ৪৫০ সিসির নতুন মডেল বাজারে আনতে চলেছে রয়্যাল এনফিল্ড

বাংলাহান্ট ডেস্ক : জনপ্রিয় বাইক প্রস্তুতকারক সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এবার বাজারে নিয়ে আসতে চলেছে একটি নতুন মডেল। দেশের দুই চাকার গাড়ির বাজারে রয়্যাল এনফিল্ড-এর জনপ্রিয়তা তুঙ্গে। এবার ৪৫০ সিসি ইঞ্জিনের নতুন মডেল রয়্যাল এনফিল্ড গেরিলা আসতে চলেছে বাজারে। রয়্যাল এনফিল্ডের হিমালয়ান মডেলের থেকে এই মডেলের দাম অনেকটাই কম হবে বলে আশা বাইক বিশেষজ্ঞদের।

এই বাইকে সংস্থা বেশ শক্তিশালী ইঞ্জিন দিতে চলেছে। এই বাইকের ইঞ্জিন হতে চলেছে ৪৫২ সিসির লিকুইড কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। ৪০ বিএইচপি শক্তি এবং ৪০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম এই ইঞ্জিন। তার সাথে থাকছে  ৬ স্পিডের গিয়ারবক্স। নতুন এই মডেলের ডিজাইনও নজরকারা হবে। এতে থাকছে এলইডি হেডলাইট। ১৭ ইঞ্চির অ্যালয় হুইল এই বাইকের অন্যতম একটি বৈশিষ্ট্য।

আরোও পড়ুন : আইনজীবীদের নিয়ে ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের! প্রশ্নের মুখে ১ জুলাই-র ‘কালা দিবস’

নতুন এই মডেলে একাধিক আধুনিক বৈশিষ্ট্য যোগ করেছে সংস্থা। তার মধ্যে রয়েছে টাচস্ক্রিন ডিসপ্লে, ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর ইত্যাদি। ডুয়াল চ্যানেল এবিএস, ডিস্ক ব্রেক দুইই থাকবে নতুন এই মডেলে। গেরিলা মডেলটির দাম হিমালয়ান ৪৫০ বাইকের থেকেও কম হবে বলে মনে করা হচ্ছে।

নতুন এই মডেল ভারতের বাজারে আসলে ট্রায়াম্ফ ৪০০ বাইককে জোর টেক্কা দেবে। জানা যাচ্ছে, রয়্যাল এনফিল্ড এই বছর আরও বেশ কয়েকটি গাড়ি আনতে চলেছে বাজারে। তারই প্রথম পদক্ষেপ হিসাবে বাজারে আসবে রয়্যাল এনফিল্ড গেরিলা। সম্প্রতি ১৬ হাজার টাকা দাম কমেছে জাওয়ার এন্ট্রি লেভের মডেলের। তারই মধ্যে রয়্যাল এনফিল্ড বাজারে আনছে তাদের নতুন মডেল গেরিলা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর