১৯৮৬ সালে এই টাকাতেই হয়ে যেত Royal Enfield! ভাইরাল সেই বিল, দাম দেখলে আকাশ থেকে পড়বেন

বাংলাহান্ট ডেস্ক : বাইকারদের কাছে অত্যন্ত পছন্দের একটি ব্র্যান্ড হল রয়্যাল এনফিল্ড। বন্ধুবান্ধব বা পাড়া-প্রতিবেশীদের মধ্যে এমন অনেককেই পাওয়া যায় যারা রীতিমতো এই সংস্থার বাইকের প্রতি আবেশিত। বহু বাইক প্রেমীর স্বপ্ন থাকে রয়্যাল এনফিল্ড কেনার। তবে বর্তমান বাজারে এই বাইকের দাম এতটাই বেশি যে সবার সেই স্বপ্ন পূরণ হয় না।

পুরনো Royal Enfield Bullet 350 দাম

ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয় Royal Enfield Bullet 350। বহুদিন ধরেই  এনফিল্ড প্রেমীদের মনে পাকা জায়গা করে নিয়েছে এই বাইকটি। সময়ের সাথে বাইকের ডিজাইন ও অন্যান্য অংশে একাধিক পরিবর্তন এসেছে। তবুও ভারতের বাজারে জনপ্রিয়তা অটুট রয়েছে Royal Enfield Bullet 350 বাইকটির।

Royal Enfield

মাঝেমধ্যেই বাইকের ফিচারস ও যন্ত্রাংশে পরিবর্তন আনে এই বাইক সংস্থা। এই পরিবর্তনের সাথে সাথে দামও বৃদ্ধি পায় বাইকের। বর্তমানে প্রায় আড়াই লাখ টাকা ছুঁয়েছে Royal Enfield Bullet 350 এর দাম।তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ১৯৮৬ সালের Royal Enfield Bullet 350-এর একটি বিল ভাইরাল হয়েছে।

আরোও পড়ুন : কাঠগড়ায় রাজপাল যাদব! বিস্ফোরক অভিযোগ ‘গীতা LLB’র নায়িকা মেঘনার…কেসটা কী?

সেই বিলে এই মোটরসাইকেলের দাম দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। সেই বিলে দেখা যাচ্ছে এই বাইকটির অন রোড প্রাইস মাত্র ১৮,৭০০ টাকা। অবাক লাগছে নিশ্চয়ই? আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য মনে হলেও দামটা আসলে সত্যি। ঝাড়খণ্ডের বাসিন্দা সন্দীপ আজ থেকে প্রায় ৩৭ বছর আগে এই বাইকটি কিনেছিলেন।

RE Bullet 1986

সন্দীপের সেই বিল এখন ভাইরাল সমাজ মাধ্যমে।রয়্যাল এনফিল্ড সংস্থার সব থেকে পুরনো মডেল এটিই। বর্তমানে বাজারে এই বাইকটির দুটি ভেরিয়ান্ট উপলব্ধ, সেগুলি হল বুলেট 350 এবং বুলেট 350 ES। বর্তমানে সংস্থা ৬ টি কালার ভেরিয়েন্টের মডেল লঞ্চ করেছে এই মডেলটির।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর