শীঘ্রই ভারতে ইলেকট্রিক বাইক লঞ্চ করবে Royal Enfield, হবে বুলেটের মতোই শক্তিশালী

বাংলা হান্ট ডেস্ক: এমনিতেই বর্তমানে পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী দামের জেরে সকলেরই চিন্তার ভাঁজ পড়েছে কপালে। প্রায় প্ৰতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দাম। এমতাবস্থায়, বাইকপ্রেমীদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে এল জনপ্রিয় বাইক প্রস্তুতকারী সংস্থা Royal Enfield। তবে, বর্তমানে এই প্রসঙ্গে সংস্থার তরফে স্পষ্টভাবে কিছু জানানো না হলেও এর আঁচ পাওয়া গিয়েছিল অনেক আগে থেকেই।

২০২০ সালের আগস্ট মাস নাগাদ Royal Enfield-এর CEO বিনোদ দাসারি নিশ্চিত করেছিলেন যে, যুগের সাথে তাল মিলিয়ে এবার সংস্থা বৈদ্যুতিক মোটরসাইকেল বিভাগে প্রবেশ করার পরিকল্পনা করছে। এই ঘোষণার পর, সংস্থাটি তাদের ২০২০-২১-এর বার্ষিক প্রতিবেদনেও নিশ্চিত করেছিল যে, কোম্পানি দ্বারা বৈদ্যুতিক পরিসর তৈরি করা হচ্ছে।

তবে, শুধু Royal Enfield-ই নয়, বরং তার সাথে পাল্লা দিয়ে TVS, Hero, Ather, এবং BMW-এর মত প্রথম সারির দুই চাকার নির্মাতারা আগামী কয়েকমাসের মধ্যেই তাদের ইলেকট্রিক বাইক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গিয়েছে। সেই রেশ বজায় রেখে এবং গ্রাহকদের কথা মাথায় রেখে Royal Enfield-ও এর জন্য প্রস্তুতি শুরু করেছে এবং নতুন বাজারে আধিপত্য বিস্তারের দৌড়ে এগিয়ে আসতে আগ্রহ প্রকাশ করছে।

এই প্রসঙ্গে Royal Enfield-এর ম্যানেজিং ডিরেক্টর, সিদ্ধার্থ লাল জানিয়েছেন যে, ভারতীয় এবং বিশ্বের বাজারে, উভয়ক্ষেত্রেই বাইকের বাজারের জন্য একটি বৈদ্যুতিক বাইকের পরিসর বিবেচনা করার ক্ষেত্রে উৎপাদনের লাইনটি তৈরি করা হচ্ছে।

নতুন ইলেকট্রিক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে বাইক:

জানা গিয়েছে যে, Royal Enfield পরিবেশ, সামাজিক এবং সরকারি নির্দেশকে সামনে রেখেই এই বৈদ্যুতিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। ইতিমধ্যেই সংস্থাটি ইলেকট্রিক বাইকের প্রোটোটাইপ তৈরি করেছে এবং শীঘ্রই উৎপাদন শুরু করা হবে বলেও মনে করা হচ্ছে। যে কারণে বিশেষজ্ঞরা আশা করছেন, Royal Enfield দ্বারা নির্মিত বৈদ্যুতিক বাইক একটি নতুন বৈদ্যুতিক প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে এবং অনেক নতুন বৈশিষ্ট্যের সাথে সজ্জিত থাকবে।

অনুমান করা হচ্ছে যে, Royal Enfield ২০২৩ সালের মধ্যে ভারতে তার বৈদ্যুতিক উৎপাদন শুরু করার কথা ঘোষণা করে দিতে পারে। ইতিমধ্যেই কোম্পানির গবেষণা ও উন্নয়ন শাখা বর্তমানে প্রোটোটাইপগুলিকে রেন্ডারযোগ্য করার জন্য কাজ করছে।

electric royal enfield bullet one

এছাড়াও, ইন্ডিয়া কার নিউজের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে, বাইকটি 8 kWh থেকে 10 kWh পর্যন্ত ব্যাটারি প্যাক ব্যবহার করতে পারে এবং এটি একটি বৈদ্যুতিক মোটরের সাথে সংযুক্ত থাকবে। ইলেকট্রিক টু-হুইলার মার্কেটের বর্তমান প্রবণতা অনুসারে, বাইকের পাওয়ার এবং পিক টর্ক প্রায় 40 bhp এবং 100Nm হবে বলে আশা করা হচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর