সিরাজের বাহুবলীর মতো পারফরম্যান্স দেখে মুগ্ধ রাজামৌলি! পরের সিনেমায় নায়ক ভারতীয় পেসার?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১৭ই সেপ্টেম্বর, রবিবার ভারতীয় দল (Indian Cricket Team) এশিয়া কাপের (2023 Asia Cup) ফাইনাল খেলতে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। এই ম্যাচে একপেশেভাবে জয় পেয়েছে ভারত। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের দাপটে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। কোনও উইকেট না খুঁইয়ে সহজেই ৬.১ ওভারের মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলেন ভারতের দুই ওপেনার শুভমান গিল ও ঈশান কিষাণ।

তবে এতটা দাপট দেখিয়ে জয় যার কারণে সম্ভব হয়েছে তিনি হলেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। গত বছর থেকে নতুন বল হাতে ভারতকে ফরম্যাট নির্বিশেষে ভরসা দিয়ে আসছেন তিনি। ফলস্বরূপ তার ওপর প্রত্যাশার চাপও প্রবল। চলতি এশিয়া কাপটা খুব একটা ভালো কাটছিল না তার। ফাইনালের আগে তিনটি ইনিংসে বোলিং করে মাত্র চারটি উইকেট পেয়েছিলেন তিনি। তার মধ্যে তিনটি এসেছিল দুর্বল নেপালের বিরুদ্ধে।

অনেকেই এই হায়দারাবাদের পেসারকে দল থেকে বাদ দিয়ে তার জায়গায় বুমরার সাথে অভিজ্ঞ শামিকে জুড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সিরাজ এদিন ফাইনালে বল হাতে ৭ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন সহ মাত্র ২১ রান দিয়ে ৬ টি উইকেট তুলে নিন্দুকদের জবাব দিলেন। বিশ্বকাপে ফার্স্ট বোলিং এর ক্ষেত্রে একটা নিয়েছে ভারতের মূল ভরসা হতে চলেছেন, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল।

siraj siuuuuu

তার এইরকম অতিমানবিক পারফরম‍্যান্স দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন প্রবাদপ্রতিম চিত্র পরিচালক এসএস রাজামৌলি। বাহুবলী, আরআরআর-এর মতো বাণিজ্যিকভাবে প্রবল সফল সিনেমার নির্মাতা এদিন সিরাজের বোলিং দেখে টুইট করে বলেছেন, “সিরাজ মিয়া, আমাদের টলিচৌকির ছেলেটি এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট নিয়ে জ্বলে উঠেছে… এবং তার নিজের বোলিংয়েই বাউন্ডারি আটকানোর জন্য লং-অনে ছুটছেন।”

আরও পড়ুন: বাবার মৃত্যু আরও শক্তিশালী করে তুলেছিল সিরাজকে! বিশ্বকাপে ভারতীয় বোলিংকে দেবেন নেতৃত্ব

তার এই টুইটটি সোশ্যাল মিডিয়ায় বিশাল ভাইরাল হয়েছে। রাজামৌলির ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এবার তার কাছে অনুরোধ করেছেন যে তার পরবর্তী ছবিতে যেন হিরো হিসেবে সিরাজকে নেওয়া হয়। ভারতীয় পেসার যেন রাতারাতি নায়ক হয়ে উঠেছেন ভারতীয় সমর্থকদের চোখে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর