মুক্তির পরেই IMDb তে ৯.২ রেটিং! ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ এর প্রতিদ্বন্দ্বী ‘আর আর আর’?

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে এস এস রাজামৌলির ‘আর আর আর’ (RRR)। গত বছর সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও করোনার কারণে শেষ মুহূর্তে পিছিয়ে যায় ছবির মুক্তি। শেষমেষ শুক্রবার, ২৫ মার্চ মুক্তি পেল ট্রিপল আর। আর মুক্তির পরেই IMDb রেটিংয়ে তাক লাগালো ছবিটি।

এখনো পর্যন্ত IMDb তে ৯.২ রেটিং পেয়েছে রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি। বেশিরভাগ ভাল প্রতিক্রিয়াই পাওয়া যাচ্ছে দর্শকদের কাছ থেকে। একজন ছবিটিকে ১০ এ ১০ দিয়ে দাবি করেছেন, আদ‍্যোপান্ত এস এস রাজামৌলির ম‍্যাজিক রয়েছে ছবি জুড়ে। সংলাপ থেকে শুরু করে অ্যাকশন পর্যন্ত। তবে ছবির গানগুলি তেমন প্রশংসা পায়নি এখনো পর্যন্ত।

   

Release date of Jersey postponed due to closure of theaters

আরেকজনের দাবি, ‘আর আর আর’ ছবিটি ভারতীয় চলচ্চিত্রের গর্ব। কলাকুশলীর প্রত‍্যেকেই খুব ভাল অভিনয় করেছেন। ‘বাহুবলী’র পর যে রাজামৌলির ক‍্যারিশ্মাটা হারিয়ে যায়নি, এই ছবি তারই প্রমাণ, দাবি নেটনাগরিকদের। বেশিরভাগ রেটিংই পড়েছে ১০ এ ৯ অথবা ১০।

প্রথম দিনেই এত ভাল প্রতিক্রিয়া! উপরন্তু ছবিটি ভাল ব‍্যবসাও করেছে বলে শোনা যাচ্ছে। ফিল্ম সমালোচকদের দাবি, করোনা পরবর্তীকালে প্রথম দিনে ব‍্যবসার হিসাবে ‘সূর্যবংশী’র পরেই রয়েছে আর আর আর। প্রথম দিনের আয়ের ক্ষেত্রে নাকি বচ্চন পাণ্ডে ও ৮৩ কেও ছাপিয়ে গিয়েছে এই ছবি।

মনে করা হচ্ছে, গোটা বিশ্বে ২০০-২৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে আর আর আর। এমতাবস্থায় প্রশ্ন উটছ, তবে কি ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ এর প্রতিদ্বন্দ্বী এসেই গেল? বচ্চন পাণ্ডে যেটা করে দেখাতে পারেনি সেটা কি রাজামৌলির ছবি করতে পারবে? যদি সেটাই হয় তবে কাশ্মীর ফাইলসের যথেষ্ট চিন্তার কারণ আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, দ্বিতীয় সপ্তাহে কার্যত ইতিহাস তৈরি করেছে দ‍্য কাশ্মীর ফাইলস। একের পর এক রেকর্ড গড়ছে এই ছবি। বৃহস্পতিবার ৭.২০ কোটি টাকা আয় করেছে এই ছবি। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, ১৪ তম দিনে এত বেশি আয় বড় বড় ব্লকবাস্টার ছবির ক্ষেত্রেও দেখা যায় না। এখনো পর্যন্ত ২০৭.৩৩ কোটি টাকার ব‍্যবসা করেছে দ‍্য কাশ্মীর ফাইলস। মনে করা হচ্ছে শনি রবিবার ফের ব‍্যবসা বাড়তে পারে ছবির।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর