জয়যাত্রা অব‍্যাহত, ভারতের নাম উজ্জ্বল করে আরো এক আন্তর্জাতিক পুরস্কার RRR-এর ‘নাটু নাটু’র ঝুলিতে

বাংলাহান্ট ডেস্ক: এই বছরটা ভারতীয় চলচ্চিত্রের জন‍্য আক্ষরিক অর্থেই সৌভাগ‍্য বহন করে এনেছে। বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রি মিলিয়ে একাধিক ভারতীয় ছবি শর্টলিস্ট হয়েছে অস্কার ২০২৩ এর জন‍্য। তার মধ‍্যে রয়েছে ২০২২ এর ব্লকবাস্টার ছবি ‘আর আর আর’ও (RRR)। শুধু অস্কার নয়, ইতিমধ‍্যেই সেরা অরিজিনাল গানের জন‍্য সম্মানীয় গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিয়েছে ছবির জনপ্রিয় গান ‘নাটু নাটু’ (Naatu Naatu)।

কিন্তু এখানেই জয়যাত্রা থামছে না আর আর আর এর। এক সপ্তাহের মধ‍্যেই আরো একটি আন্তর্জাতিক পুরস্কার চলে এল এই ছবির অ্যাওয়ার্ড তালিকায়। লস অ্যাঞ্জেলস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসে সেরা গানের জন‍্য পুরস্কার পেলেন সঙ্গীত পরিচালক এম এম কিরাভানি।

RRR
আর আর আর ছবির অফিশিয়াল সোশ‍্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে এই সুখবর। সঙ্গে পুরস্কার হাতে সঙ্গীত পরিচালকের একটি ছবি। উপর্যুপরি সুখবরে শুভেচ্ছা বার্তায় ভেসেছে আর আর আর এর গোটা টিম। বছরের শুরুতেই এমন সুখবরে আপ্লুত ভারতীয় চলচ্চিত্র জগৎ।

কিছুদিন আগেই ‘নাটু নাটু’র গোল্ডেন গ্লোব পুযস্কার জেতার খবরে উচ্ছ্বাসে ভেসেছিল গোটা দেশ। ভারতীয় তো বটেই, নাটু নাটুই প্রথম এশিয়ান গান যা এই সম্মানীয় পুরস্কার জিতল। সেদিক দিয়ে বলা যায়, ইতিহাস রচনা করল আর আর আর। পাশ্চাত‍্য সঙ্গীত জগতের তাবড় সঙ্গীতশিল্পীদের হারিয়ে এই সম্মান দেশে নিয়ে এসেছে নাটু নাটু। এ কি কম কথা নাকি?

https://www.instagram.com/p/CnbFh1CLgK1/?igshid=YmMyMTA2M2Y=

গোল্ডেন গ্লোব হাতে নিয়ে সঙ্গীত পরিচালক এম এম কিরাভানি বলেন, এত বড় একটি সম্মান পেয়ে তিনি আপ্লুত। মঞ্চ থেকেই সমগ্র আর আর আর টিমের উদ্দেশে কৃতজ্ঞতা জানান তিনি। সেই সঙ্গে ভাগ করে নেন পুরস্কারের কৃতিত্ব।

Niranjana Nag

সম্পর্কিত খবর