‘RRR’ একটি পিছিয়ে পড়া ছবি! বর্ষসেরা ব্লকবাস্টার ছবির বিরুদ্ধে বেফাঁস রত্না পাঠক শাহ

বাংলাহান্ট ডেস্ক: বিতর্কিত মন্তব্য করতে জুড়ি মেলা ভার রত্না পাঠক শাহ (Ratna Pathak Shah) এর। যে কোনো বিষয় নিয়ে মতামত প্রকাশ করতে গিয়ে বিতর্ক বাড়িয়ে ফেলেন প্রবীণ অভিনেত্রী। এবার বছরের সেরা ছবি ‘আর আর আর’ (RRR) নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে বসলেন রত্না। একাধিক অ্যাওয়ার্ডজয়ী ছবিটিকে ‘পিছিয়ে পড়া’ বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি এক বই প্রকাশের অনুষ্ঠানে এসে আর আর আর নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন রত্না। তিনি বলেন, এই ধরণের ছবিগুলো এখন খুব জনপ্রিয় হচ্ছে। কিন্তু এটি একটি পিছিয়ে পড়া ছবি। এই ছবি অতীতে ফোকাস করে, যখন সবার সামনের দিকে তাকানো উচিত। তবে যেটা হচ্ছে সেটা ঠিক কারণ সকলেই গণতন্ত্রের অংশ।

Ratna 1
তিনি আরো বলেন, যতদিন না ফিল্ম নির্মাতারা নিজেদের ছবি সমালোচকের দৃষ্টিতে দেখছে, ততদিন আর আর আর এর মতো ছবিই সবাইকে দেখতে হবে। কিন্তু সমালোচনা অনেকেই মেনে নিতে পারে না, আত্মসম্মানে লাগে। তাই এগুলোই মেনে নিতে হয় সবাইকে।

রত্না পাঠকের এহেন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। চলতি বছরের প্রথম ব্লকবাস্টার ছিল ‘আর আর আর’। ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলির তরফে দর্শকদের জন্য উপহার দেওয়া হয়েছিল আরো এক লার্জার দ্যান লাইফ ছবি। কন্নড় ইন্ডাস্ট্রির ছবিটির প্রচারে কোনো খামতি রাখেননি রাজামৌলি। প্রায় প্রতিটি রাজ্য ঘুরে ঘুরে করেছিলেন ছবির প্রচার। ফলাফলও পেয়েছিলেন হাতেনাতে। ভারতীয় বক্স অফিসে ব্লকবাস্টার হিট এবং সারা বিশ্বে ১০০০ কোটি ছাড়িয়ে গিয়েছিল আর আর আর এর ব্যবসার অঙ্ক।

RRR Twitter 250322 1200
বিদেশেও প্রশংসিত হয়েছে আর আর আর। আনুষ্ঠানিক ভাবে অস্কারে যেতে না পারলেও অন্য একাধিক পু্রস্কার এসেছে এই ছবির ঝুলিতে। দর্শক থেকে ফিল্ম সমালোচক, সকলেই আর আর আর এর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। সেই ছবিরই বিরুদ্ধে বলায় আর আর আর ভক্তদের নিশানায় চলে এসেছেন   রত্না পাঠক শাহ।


Niranjana Nag

সম্পর্কিত খবর