বাংলাহান্ট ডেস্ক: সাফল্য অব্যাহত ‘আর আর আর’ (RRR) এর। আরো একবার পর্দায় জাদু দেখালেন এস এস রাজামৌলি। সেই সঙ্গে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করলেন ভারতীয় সিনেমার গৌরব। সব দিক দিয়েই সফল ‘আর আর আর’। রাম চরণ ও জুনিয়র এনটিআরের অভিনয় প্রশংসিত হচ্ছে সর্বত্র। তেমনি বক্স অফিসেও ভাল রকম ব্যবসা করছে ছবিটি।
মুক্তির পর প্রথম সপ্তাহে তেড়েফুঁড়ে উঠেছিল ব্যবসার অঙ্ক। হিন্দিতে মোট ১৩২.৫৯ কোটি টাকা কামিয়েছিল আর আর আর। দ্বিতীয় সপ্তাহে অবশ্য অঙ্কটা বেশ খানিকটা কমে গিয়েছে। মোট ৭৫ কোটি টাকা উঠেছে দ্বিতীয় সপ্তাহে। মুক্তির পর দ্বিতীয় রবিবার রেকর্ড ভেঙে ২০.৫০ কোটি টাকার ব্যবসা করেছিল আর আর আর। কিন্তু তারপরেই সোমবার এক ধাক্কায় সংখ্যাটা নেমে আসে ৭ কোটিতে।
অবশ্য এতে খুব একটা ক্ষতি হয়নি রাজামৌলির। কারণ এই মুহূর্তে আর আর আর এর প্রতিপক্ষ কোনো ছবিই নেই। এখনো পর্যন্ত হিন্দিতে ২০৮.৫৯ কোটি টাকার ব্যবসা করেছে আর আর আর। ফিল্ম বিশেষজ্ঞদের মতে, তৃতীয় সপ্তাহের শেষে আরো ২৫ কোটি অনায়াসে তুলে ফেলতে পারবে। সব মিলিয়ে ২৫০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে আর আর আর।
উল্লেখ্য, এখনো পর্যন্ত হিন্দিতে সর্বাধিক ব্যবসা করা পাঁচটি দক্ষিণী ছবির তালিকা থেকে ছিটকে গিয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’। সেরা পাঁচে প্রথম স্থানে এখনো পর্যন্ত রয়েছে রাজামৌলির ‘বাহুবলী ২’। হিন্দিতে মোট ৫১০.৯৯ কোটি টাকা কামিয়েছিল ছবিটি। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে আর আর আর।
দ্বিতীয় সপ্তাহে সব ভাষা মিলিয়ে আর আর আর মোট সংগ্রহ ১৯৭ কোটি টাকা। বক্স অফিসে এখনো পর্যন্ত ৬৭৩ কোটি টাকা তুলেছে এই ছবি। অন্যদিকে সারা বিশ্বে ব্যবসার নিরিখেও ১০০০ কোটি ছুঁতে চলেছে আর আর আর।
ছবির এত বড় সাফল্য উপলক্ষে সম্প্রতি মুম্বইয়ে বিরাট পার্টির আয়োজন করেছিলেন রাজামৌলি। ছবির দুই নায়ক তো উপস্থিত ছিলেনই। এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় ছিল করন জোহর, আমির খান, হুমা কুরেশি, জাভেদ আখতারের নাম। তবে ছবির অন্যতম গুরুত্বপূর্ণ দুই চরিত্রাভিনেতা অজয় দেবগণ ও আলিয়া ভাট অনুপস্থিত ছিলেন পার্টিতে।