বাংলাহান্ট ডেস্ক: ‘বাহুবলী’র পর ‘আর আর আর’ (RRR) দক্ষিণী ইন্ডাস্ট্রির আরো একটি ‘মাস্টারপিস’। ছবিটির ব্যবসার পরিমাণ দেখে অনেকে এমনি দাবি করছেন। সারা বিশ্বে ১০০০ কোটি ছুঁতে চলেছে পরিচালক এস এস রাজামৌলির (S S Rajamouli) আর আর আর। সব দিক দিয়েই বাহুবলীকে ছাপিয়ে গিয়েছে এই ছবি।
বাহুবলীর সিক্যুয়েল এসেছে এবং একই রকম হিটও হয়েছিল। ‘আর আর আর’ এরও কি সিক্যুয়েল আসবে? ছবিটি দেখার পর থেকেই প্রশ্নগুলো তাড়া করছে দর্শকদের। সম্প্রতি এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন রাজামৌলির বাবা বিজয়েন্দ্র প্রসাদ (Vijayendra Prasad), যিনি আর আর আর এর চিত্রনাট্যকার।
এর আগে বাহুবলী, বজরঙ্গি ভাইজান এর মতো বহু সুপারহিট ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয়েন্দ্র প্রসাদ বলেন, আর আর আর এর সিক্যুয়েল বানানোর জন্য সম্ভাব্য সূত্রগুলি নিয়ে চিন্তা ভাবনা করছিলেন তিনি। তখনি কিছু সম্ভাবনা মাথায় আসে তাঁর। তিনি বলেন, “সকলেই ছবিটি পছন্দ করেছে। ঈশ্বরের ইচ্ছা হলে পরবর্তীকালে সিক্যুয়েল আসবে।”
প্রসঙ্গত, গত ২৫ মার্চ মুক্তি পেয়েছে রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত ‘আর আর আর’। দ্বিতীয় সপ্তাহের শেষে ব্যবসা লক্ষণীয় ভাবছ বেড়েছে। ছবির মুক্তির পর দশম দিন অর্থাৎ রবিবার ভারতের বক্স অফিসে মোট ৫৬-৫৭ কোটি টাকা তুলেছে এই ছবি। সব ভাষা মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় ৬২০ কোটি টাকার ব্যবসা করেছে আর আর আর।
ফিল্ম সমালোচকরা মনে করছেন, তৃতীয় সপ্তাহের শেষে ৭০০ কোটিতে পৌঁছে যাবে আর আর আর। অন্যদিকে গোটা বিশ্বে ব্যবসার নিরিখে ৯০০ কোটি টাকা তুলে ফেলেছে রাজামৌলির ছবি। আমির খানের ‘পিকে’কেও ছাপিয়ে গিয়েছে আর আর আর।