বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরে ভারতীয় চলচ্চিত্রের সবথেকে স্মরণীয় এবং চর্চিত ছবি ‘আর আর আর’ (RRR)। বাহুবলীর পর আবারো এক মাস্টারপিস নিয়ে এসেছিলেন পরিচালক এস এস রাজামৌলি।আর তাঁর এই ম্যাগনাম ওপাসও গোগ্রাসে গিলেছিল দর্শকরা। বিশ্বের বক্স অফিসে ভারতীয় সিনেমাকে নতুন রূপ দিয়েছিল ‘আর আর আর’।
তেলুগু ভাষার ছবিটির বিদেশে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা দেখে ফিল্ম বিশেষজ্ঞদের অনেকেই মন্তব্য করেছিলেন, আর আর আর সম্ভবত এবার অস্কারের (Oscars) জন্য ভারত থেকে মনোনীত হবে। গোটা বিশ্বে সাড়া ফেলে দেওয়া এই ছবি ভারত থেকে অস্কারের দৌড়ে সামিল হবে, এমন খবর এর আগেও অনেকবার শোনা গিয়েছে। টক্করে নাম ছিল বলিউডি ব্লকবাস্টার ‘দ্য কাশ্মীর ফাইলস’এরও।
কিন্তু সম্প্রতি এক বিদেশি সংবাদ মাধ্যম দাবি করেছে, অস্কারে দুটি বিভাগে মনোনীত হতে চলেছে আর আর আর। বিভাগ দুটি হল সেরা বিদেশি ছবি এবং সেরা অরিজিনাল মিউজিক। এই দুই বিভাগেই নাকি অস্কার জেতার দৌড়ে সামিল হচ্ছে ভারতীয় ছবি আর আর আর। যদিও জল্পনা চললেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ছবি নির্মাতারা।
শোনা গিয়েছিল, তেলুগু ছবি আর আর আর এবং হিন্দি ইন্ডাস্ট্রি থেকে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি ভারত থেকে আনুষ্ঠানিক ভাবে অস্কারের দৌড়ে সামিল হতে পারে। নাম রয়েছে আর মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ও। পাশাপাশি তালিকাতে আরো একটি নাম জুড়তে চলেছে বলে শোনা গিয়েছিল।
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’ ছবিটিও নাকি অস্কারে পাঠানো হতে পারে বলে শোনা গিয়েছিল। চলতি বছরে বলিউডের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি। যৌনপল্লী কামাথিপুরার মাফিয়া কুইন গাঙ্গুবাঈয়ের জীবনকাহিনি নিয়ে তৈরি হয়েছিল এই ছবি।
বক্স অফিসে খুব একটা খারাপ ফল করেনি আলিয়ার ছবিটি। দর্শক এবং ফিল্ম সমালোচকদেরও বেশ পছন্দ হয়েছিল ছবিটি। শেষমেষ কোন ছবি যাবে অস্কারে তা অবশ্য এখনো ঘোষনা করা হয়নি।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!