‘আর আর আর’ এর সাফল‍্যে আপ্লুত, অমৃতসর স্বর্ণমন্দিরে লঙ্গর সেবার আয়োজন করলেন রাম চরণ

বাংলাহান্ট ডেস্ক: বারে বারে মুগ্ধ করছেন রাম চরণ (Ram Charan)। চিরঞ্জিবী পুত্রের অভিনয় এবং নাচ দেখে আগেই চমকিত হয়েছেন দর্শকরা। ‘আর আর আর’ ছবির সাফল‍্যের পর রাম চরণের সংষ্কৃতি আর ধর্মীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধা দেখে বাহবা দিচ্ছেন নেটনাগরিকরা। ‘আর আর আর’ (RRR) এর মুক্তির পরেই ‘আয়াপ্পা দীক্ষা’ রীতি পালন করতে দেখা গিয়েছিল অভিনেতাকে। এবার তিনি অমৃতসরের স্বর্ণ মন্দিরে লঙ্গর আয়োজন করলেন।

আর আর আর এর অসামান‍্য সাফল‍্যের পর পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে লঙ্গরের আয়োজন করেন চরণ। দরবার সাহিবে স্বামীর হয়ে বিনামূল‍্যে পাত পেড়ে ভোজনের ব‍্যবস্থা করেন স্ত্রী উপাসনা কোনিডেলা। তারকা সুলভ ভাবমূর্তি ছেড়ে লঙ্গর হলে বাকিদের সঙ্গে বসে খাবার খান অভিনেতার স্ত্রী।

   

xramcharan 1641038948.jpg.pagespeed.ic .ugE22CHMBT
অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রতিদিন অগুন্তি ভক্তকে লঙ্গর সেবা দেওয়া হয়। আর আর আর ছবির প্রচারের সময় দেশের বিভিন্ন রাজ‍্যে ঘুরে ঘুরে প্রচার করেছিলেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। দর্শন করেছিলেন অমৃতসরের স্বর্ণ মন্দিরও। গোটা দেশ থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছেন তাঁরা।

১০০০ কোটি ছাড়িয়ে গিয়েছে বক্স অফিস কালেকশন। আপ্লুত রাম চরণ তাই কৃতজ্ঞতা স্বরূপ স্বর্ণমন্দিরে লঙ্গর সেবার আয়োজন করেছেন। তিনি ব‍্যস্ততার কারণে আসতে না পারায় স্ত্রী উপাসনা স্বামীর হয়ে পৌঁছেছেন স্বর্ণমন্দিরে। পরে গুরুদ্বারা কমিটির তরফে স্বর্ণমন্দিরের একটি ছবিও উপহার দেওয়া হয় উপাসনাকে

https://www.instagram.com/p/CchVHb-KF3f/?igshid=YmMyMTA2M2Y=

আর আর আর ছবির সাফল‍্যের পরেই ৪১ দিন ব‍্যাপী আয়াপ্পা দীক্ষা রীতি পালন করেছেন রাম চরণ। খালি পায়ে তাঁকে দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। পাপারাৎজির দিকে তাকিয়ে জোড় হাতে প্রণাম করেন তিনি। খালি পায়ে কালো পোশাক পরেই মুম্বইয়ে আর আর আর এর সাকসেস পার্টিতেও এসেছিলেন রাম চরণ। এই মুহূর্তে পঞ্জাবে পরিচালক শঙ্করের ছবির শুটিং করছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর