কাশ্মীর ফাইলস ব‍্যাকফুটে, বাহুবলীকে টপকে একদিনেই ২২৩ কোটি টাকা তুলে রেকর্ড গড়ল ‘আর আর আর’!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আশঙ্কাটাই সত‍্যি হল। এতদিন ধরে বক্স অফিসে রাজত্ব করে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর অস্তিত্ব এবার সঙ্কটে। হাজির সবথেকে বড় প্রতিপক্ষ ‘আর আর আর’ (RRR)। ‘বাহুবলী’র পর আবারো একটি ব্রহ্মাস্ত্র তৈরি করেছেন এস এস রাজামৌলি। মুক্তির দিন থেকেই একের পর এক রেকর্ড তৈরি করছে এই ছবি যা ভাঙার সাধ‍্য হয়তো অন‍্য কোনো ছবিরই নেই।

২৫ মার্চ মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘আর আর আর’।  প্রথম দিনের বক্স অফিস কালেকশন শুনবেন? ১৩৭ কোটি টাকার ব‍্যবসা করেছে ‘আর আর আর’। ‘বাহুবলী: দ‍্য কনক্লুশন’ এর প্রথম দিনের রেকর্ড সংগ্রহ ছিল ১৩৩.৮০ কোটি টাকা। হ‍্যাঁ, বাহুবলীকে ছাপিয়ে গিয়েছে রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত ‘আর আর আর’। নিজের তৈরি রেকর্ড নিজেই ভাঙলেন রাজামৌলি।


গত পাঁচ বছরে বাহুবলীর তৈরি করা রেকর্ড ভাঙার সাধ‍্য হয়নি কারোরই। খুব বেশি হলে ৫০ কোটির কাছাকাছি তুলে রণে ক্ষান্ত দিয়েছিল অন‍্য ছবিগুলি। আর আর আর শুধু বক্স অফিস কালেকশনকেই ছাপিয়ে যায়নি, IMDb রেটিংয়ের দিক দিয়েও বাহুবলীর থেকে এগিয়ে রাজামৌলির নতুন ছবি। এখনো পর্যন্ত ১০ এ ৯.২ পয়েন্টে রয়েছে আর আর আর।

ছবিটি যে বড়সড় ধামাকা করবে সে বিষয়ে নিশ্চিত ছিলেন নির্মাতা থেকে ফিল্ম সমালোচকরাও। কিন্তু চিন্তাটা ছিল তেলুগু ভাষার বাইরে বিশেষ উত্তর ভারতে হিন্দি ভাষায় দর্শকদের প্রতিক্রিয়া কেমন হবে? মুক্তির দিনেই সেই দুশ্চিন্তা দূর হয়ে গিয়েছে। প্রথম দিনেই হিন্দি সংষ্করণে ২৫ কোটি টাকা তুলে নিয়েছে এই ছবি।

ছবির এক একটি টিকিট বিক্রি হচ্ছে ২১০০ টাকায়! দিল্লির একটি প্রেক্ষাগৃহে ছবির একটি টিকিটের দাম রাখা হয়েছে ২১০০ টাকা। চিন্তা আরো একটি কারণ নিয়ে ছিল। রাম চরণ ও জুনিয়র এনটিআরের জনপ্রিয়তা দক্ষিণী ইন্ডাস্ট্রি খুব একটা নেই বললেই চলে। কিন্তু তা সত্ত্বেও অনেক প্রেক্ষাগৃহ হাউজফুল হচ্ছে। গোটা বিশ্বে ২২৩ কোটি টাকার ব‍্যবসা করেছে আর আর আর, যা কিনা ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে নতুন রেকর্ড। সঙ্গে জানিয়ে রাখি, ‘দ‍্য কাশ্মীর ফাইলস’এর ব‍্যবসার অঙ্ক কিন্তু দ্রুত হ্রাস পাচ্ছে।

X