বাংলাহান্ট ডেস্ক: বিগত দু বছর ধরে বলিউডি (Bollywood) বক্স অফিসে খরা চলছে। ব্যবসায় মন্দার পাশাপাশি কোনো পুরস্কারও ওঠেনি বলিউডের ঝুলিতে। অন্যদিকে দৃশ্যটা একেবারেই অন্যরকম দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তেলুগু ব্লকবাস্টার ছবি ‘আর আর আর’ (RRR) কার্যত সাফল্যের জোয়ারে ভাসছে। একের পর এক আন্তর্জাতিক পুরস্কার উঠছে রাজামৌলি পরিচালিত ছবির ঝুলিতে।
গোল্ডেন গ্লোব দিয়ে শুরু হয়েছিল পুরস্কার জেতার সফর। সেরা মৌলিক গানের জন্য এই সম্মানীয় পুরস্কার নিজেদের ঝুলিতে ভরে আর আর আর টিম। তারপর লস অ্যাঞ্জেলস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসে সেরা গানের জন্য পুরস্কার পান সঙ্গীত পরিচালক এম এম কিরাভানি।
তবে শুধু গানেই থেমে থাকেনি আর আর আর এর জয়যাত্রা। ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডেই সেরা বিদেশি ছবির পুরস্কার পেল রাজামৌলির ছবি। ‘ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম’ বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে আর আর আর। ছবির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে এই সুখবর জানানো হয়েছে। পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন পরিচালক রাজামৌলি।
https://twitter.com/CriticsChoice/status/1614782804361084933?s=20&t=ekDm73ZLf3n6kKcWU0P8Ag
কিছুদিন আগেই ‘নাটু নাটু’র গোল্ডেন গ্লোব পুযস্কার জেতার খবরে উচ্ছ্বাসে ভেসেছিল গোটা দেশ। ভারতীয় তো বটেই, নাটু নাটুই প্রথম এশিয়ান গান যা এই সম্মানীয় পুরস্কার জিতল। সেদিক দিয়ে বলা যায়, ইতিহাস রচনা করল আর আর আর। পাশ্চাত্য সঙ্গীত জগতের তাবড় সঙ্গীতশিল্পীদের হারিয়ে এই সম্মান দেশে নিয়ে এসেছে নাটু নাটু। এ কি কম কথা নাকি?
গোল্ডেন গ্লোব হাতে নিয়ে সঙ্গীত পরিচালক এম এম কিরাভানি বলেন, এত বড় একটি সম্মান পেয়ে তিনি আপ্লুত। মঞ্চ থেকেই সমগ্র আর আর আর টিমের উদ্দেশে কৃতজ্ঞতা জানান তিনি। সেই সঙ্গে ভাগ করে নেন পুরস্কারের কৃতিত্ব। এবার আবারো এক আন্তর্জাতিক পুরস্কার এল আর আর আর এর সংগ্রহে। পাশাপাশি অস্কারেও শর্টলিস্ট হয়েছে আর আর আর।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!