রাম মন্দির নির্মাণের জন্য ১ মাসেরও কম সময়ে জমা হল ১৫১১ কোটি টাকা

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের অয্যোধ্যায় হতে চলা রাম মন্দিরের জন্য দান সংগ্রহ অভিযান গত মাস থেকে শুরু হয়েছিল। গোটা দেশ জুড়েই অয্যোধ্যায় রাম মন্দিরের জন্য চাঁদা সংগ্রহ অভিযান চালানো হচ্ছে। এখনও পর্যন্ত রাম মন্দির নির্মাণের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার থেকেই বেশি দান সংগ্রহ করা হয়েছে। গত মাসে মকর সংক্রান্তিতে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে শুরু হওয়া এই অভিযান গোটা দেশ জুড়ে ৩০ দিনের কম সময়ের মধ্যে এই দান সংগ্রহ করেছে।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রর কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি বলেন, বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ১ হাজার ৫১১ কোটি টাকা সংগ্রহ হয়ে গিয়েছে।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসের সচিব চম্পত রায় বলেন, ‘মন্দির নির্মাণের জন্য সমাজের প্রতিটি শ্রেণীর মানুষই দান দিতে এগিয়ে এসেছেন। বিশ্ব হিন্দু পরিষদের প্রায় দেড় লক্ষ কর্মী বাড়ি বাড়ি গিয়ে চাঁদা জড়ো করছে। রাম মন্দির ন্যাস এই কাজের জন্য ভারতীয় স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক আর ব্যাংক অফ বরোদায় অ্যাকাউন্ট খুলেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর