অযোধ্যা মামলার রায় পেরনোর আগেই সতর্ক আরএসএস! নভেম্বর মাসে সংগঠনের অনুষ্ঠানে বাতিল

বাংলা হান্ট ডেস্ক :  দীর্ঘ কয়েক দশক ধরে ছাড়া অযোধ্যা মামলার শুনানি শেষ হয়েছে অক্টোবর মাসের মাঝামাঝি সময়েই শুধু এখন রায়দানের অপেক্ষা৷ জানা গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের প্রথম দিকেই অযোধ্যা মামলার রায়দান করতে পারে দেশের সর্বোচ্চ আদালত৷ তাই তো রায়দানের আগে থেকেই সতর্কতার পথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সম্প্রতি নাগপুর থেকে একটি নির্দেশিকা জারি করে নভেম্বর মাসে আরএসএস এর সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে৷ একই সঙ্গে নভেম্বর মাসে কেন্দ্রের বাইরে অনুমতি ছাড়া বেরনো যাবে না বলেও আরএসএসের প্রচারকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাই তো আজ অর্থাত্ বৃহস্পতিবার হরিদ্বারে যে বৈঠক করার কথা ছিল তা কার্যত বাতিল করেছে আরএসএস৷776551 babrimasjid 3

17 নভেম্বর তারিখে অযোধ্যা মামলার রায়দান হতে পারে, তাই মামলার রায়দান যার দিকেই হোক না কেন দেশের একাধিক জায়গায় উত্তেজনা ছড়াতে পারে৷ সেই দায় পড়তে পারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দিকে৷ তাই তো আগে থেকেই সতর্ক করে নভেম্বর মাস জুড়ে যে কর্মসূচির কথা বলা হয়েছিল তা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে৷ অন্যদিকে রায়দান যদি হিন্দুদের পক্ষে যায় তার জন্য আগে থেকেই দিল্লির বৈঠকে রামমন্দির তৈরির রূপরেখা নির্দিষ্ট করা হতে পারে বলে মনে করা হচ্ছে৷

উল্লেখ্য অযোধ্যা জমি হিন্দুদের না মুসলিমদের? দীর্ঘ কয়েক দশক ধরে এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যর্থ হয়েছে দেশের সর্বোচ্চ আদালত তাই তো সমস্ত নথিপত্র জোগাড় করে অক্টোবর মাসের মধ্যেই শুনানি শেষ করে শীঘ্রই রায়দানের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈও৷ প্রধান বিচারপতির নির্দেশ মতো শুনানি শেষ হয়েছে, এখন অপেক্ষা শুধু রায়দানের৷


সম্পর্কিত খবর