ভারতীয় মুসলিমদের নিয়ে বড় বয়ান দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত

বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (Rashtriya Swayamsevak Sangh) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) ভারতীয় মুসলিমদের নিয়ে বড় বয়ান দিলেন। মোহন ভাগবত বলেন, ভারতের মুসলিমরা বিশ্বে সবথেকে বেশি সুখি। উনি বলেন, যখনই ভারতের মর্মের কথা বলা হয়েছে, তখন সব ধর্মের লোকেরা এক সাথে দাঁড়িয়েছে। উনি এও বলেন কোনও প্রকারের কট্টরতা আর আলগাওবাদ কেবল সেসব মানুষই ছড়ায়, যারা এরথেকে উপকৃত হয়।

মোহন ভাগবত বলেন, মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে মেবাড়ের রাজা মহারাণা প্রতাপের সেনাতেও অনেক মুসলিম ছিল। তিনি বলেন, ভারতের ইতিহাসে জখনই দেশের সংস্কৃতিতে হামলা হয়, তখনই সমস্ত ধর্মের মানুষ একসাথে দাঁড়িয়েছে। ভাগবত বলেন, বিশ্বের মধ্যে সর্বাধিক সুখি মুসলিমের বাস এই ভারতেই। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন ভারত ছাড়া পৃথিবীতে এমন একটি দেশ নেই সেখানে বিদেশি ধর্ম দ্বারা শাসন করা হয়েছে এবং এখনও তাঁরা সেই দেশেই বিদ্যমান।

মহারাষ্ট্রের হিন্দি ম্যাগাজিন ‘বিবেক’ কে একটি সাক্ষাত্কারে বলেন, এটি কেবল ভারতেই হয়েছে অন্য কোথাও হয়নি। ভারতের বিপরীতে পাকিস্তান অন্য ধর্মের মানুষদের অধিকার দেয়নি আর তাঁরা সেই দেশকে শুধুমাত্র মুসলিমদের জন্যই বানিয়ে নিয়েছে। ভাগবত বলেন, আমাদের সংবিধান কখনো এটা বলে না যে, শুধু হিন্দুরাই ভারতে থাকতে পারে, এদেশে শুধু হিন্দুদের কথাই শোনা হবে, আপনি যদি এখানে থাকতে চান, তাহলে হিন্দুদের শ্রেষ্ঠতা স্বীকার করতে হবে। এটা আমাদের রাষ্ট্রের প্রকৃতি, আর সেই অন্তর্নিহিত প্রকৃতিকেই বলা হয় হিন্দু।

মোহন ভাগবত বলেন, হিন্দুরা কখনো এটা দেখে না যে কে কার পুজো করে। উনি বলেন, সবাইকে এক সুত্রে গেঁথে ধর্মকে যুক্ত করা, উত্থান করা উচিৎ। তিনি বলেন, যখনই ভারত এবং এর সংস্কৃতি সম্পর্কে ভক্তি জাগ্রত হয় এবং পূর্বপুরুষদের জন্য গর্বের অনুভূতি জাগ্রত হয়, তখন সমস্ত ধর্মের মধ্যে পার্থক্য অদৃশ্য হয়ে যায় এবং সমস্ত ধর্মের লোকেরা একসাথে দাঁড়ায়।


Koushik Dutta

সম্পর্কিত খবর