‘ভারতই বিশ্বগুরু হবে, অন্য দেশের শিক্ষার প্রয়োজন নেই’, ধর্মনিরপেক্ষতা নিয়ে স্পষ্ট কথা মোহন ভাগবতের

বাংলা হান্ট ডেস্ক : ভারতকে (India) অন্য দেশের থেকে ধর্ম নিরপেক্ষতার (Secularism) পাঠ নিতে হবেনা। কারণ আমাদের দেশ নিজেই ধর্মনিরপেক্ষ ভাবধারার রক্ষাকর্তা। সম্প্রতি এমনটাই জানালেন আরএসএস প্রধান (RSS Chief) মোহন ভাগবত (Mohan Bhagwat)। তার মতে, আমাদের দেশের সংবিধানেই বলা আছে ধর্মনিরপেক্ষতার কথা। আমরা সেই দেশের মানুষ যারা বরাবরই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজে এসেছে।

compress tiranga online

গ্রেটার নয়ডার সেমিনারে মোহন ভাগবত

সদ্যই গ্রেটার নয়ডাতে সারদা বিশ্ববিদ্যালয়ের ‘স্ব-আধারিত ভারত’ শীর্ষক একটি সেমিনারে গিয়েছেন RSS প্রধান মোহন ভাগবত। সেখানেই এমন বক্তব্য রেখে দেশবাসীর মন জয় করে নিলেন তিনি। শোনা যাচ্ছে, ২৬ এবং ২৭ নভেম্বর তিনি গ্রেটার নয়ডাতেই থাকবেন মোহন ভাগবত। সেখানেই RSS নেতা মন্ত্রীদের পাশাপাশি দেশের অন্যান্য বুদ্ধিজীবীদের সাথেও কথা বলবেন তিনি।

আমরা ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’ এই মতবাদে বিশ্বাসী

এইদিন সেমিনারে বক্তৃতা রাখার সময় RSS প্রধান বলেন, ‘ভারতকে ধর্মনিরপেক্ষতা শেখানোর জন্য গোটা বিশ্বের প্রয়োজন নেই। কারণ ভারত সমস্ত ধর্মকে শ্রদ্ধা করে। ভারতের সংবিধানেই ধর্মনিরপেক্ষতার কথা বলা রয়েছে। আমরা সবসময়ই ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’ এই মতবাদে বিশ্বাসী। আমরা হুন, কুষাণ, ইসলামকে দুহাত বাড়িয়ে স্বাগত জানিয়েছিলাম। আমাদের এই মাটি এতটাই সমৃদ্ধ যে এখানে যারাই এসেছেন তাদেরকেই স্বাগত জানাতেন এখানকার রাজা মহারাজারা।’

আরও পড়ুন : এবার আর হবে না কারচুপি, রেশন কার্ডে পাবেন সঠিক সামগ্রী! নেওয়া হল বিরাট অ্যাকশন

আশ্রয়হীনদের আশ্রয় দিয়েছে আমাদের দেশ‌

পাশাপাশি তিনি ভারতের জল হাওয়া, খাদ্যাভাস নিয়েও কথা বলেন। মোহন ভাগবতের মতে, ভারতের আবহাওয়া, খাবার বা আধাত্ম্যবাদ, কোনোকিছুতেই সমস্যা ছিলনা। প্রাচীনকাল থেকেই আশ্রয়হীনদের আশ্রয় দিয়েছে আমাদের দেশ‌। তার কথায়, আমাদের ধর্ম আমাদের এই শিক্ষা দেয়।

mohan bhagwat

আরও পড়ুন : আর কত? আলিপুরদুয়ারে ট্রেনের ধাক্কায় ফের মৃত শাবক-সহ ৩ হাতি, IDS নিয়ে প্রশ্ন পরিবেশবিদদের

বিশ্বগুরু ভারতের জন্য ধর্ম পালনের কথা জানিয়েছেন আরএসএস প্রধান।

সর্বপরি আরএসএস প্রধানের একটাই কথা, আর তা হল পৃথিবীর এমন কোনও দেশ নেই যা থেকে আমাদের কিছু শেখার দরকার আছে। ভারতকে মূলত তার নিজস্ব শক্তিকে কাজে লাগিয়েই উন্নয়নের মডেলকে অনুসরণ করতে হবে। তিনি বলেন, ‘আমাদের প্রাচীন শিক্ষা থেকে সংগৃহীত জ্ঞান দিয়ে আমরা যতদিন না আপন শক্তিতে বলীয়ান হতে পারি ততদিন পর্যন্ত আমরা এই বিশ্বকে নেতৃত্ব দিতে পারব না।’

আরও পড়ুন : রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি, মেটাতে হবে ৮ বছরের বকেয়া! কড়া নির্দেশ হাইকোর্টের

মোহন ভাগবতের মতে, ‘প্রথা মেনে চাষ আবাদ করে, মাটির স্বাস্থ্যের কোনও ক্ষতি না করে আমরা ১০,০০০ বছর কাটিয়েছি। কারণ আমাদের ধর্ম বলেছে শুধু মানুষের মঙ্গল কামনা করা নয়, আমাদের ধর্ম শিখিয়েছে পরিবেশেরও মঙ্গল করতে। কিন্তু আমরা যদি আজ অন্যদেশ থেকে ধার করা মডেল নিই সেটা আমাদের সংক্ষিপ্ত সময়ের জন্য হবে। এটা চিরকালীন কিছু হবে না।’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর