বাংলাহান্ট ডেস্কঃ বাংলার (West bengal) তৃণমূল নেতাদের বিরুদ্ধে চাল চুরির অভিযোগের পর এবং, RSS-এর ত্রাণ বিলি নিয়ে সমালচনা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তিনি অভিযোগ করছেন, সরকারী এবং বেসরকারী সবরকম ত্রাণ জড়ো করে নিজেদের নামে চালাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা RSS সংস্থা। এবং তারা শুধুমাত্র বিজেপি সমর্থকদের বাড়িতে সেই ত্রাণ পৌঁছে দিচ্ছে।
করোনা ভাইরাসের সংক্রমণকে এড়াতে দেশজুড়ে জারী করা হয়েছে লকডাউন। এইসময় বন্ধ রয়েছে সমস্ত কর্মক্ষেত্র। যার ফলে সমস্যায় পড়েছেন বহু দরিদ্র শ্রেণীর মানুষজন। তবে এই সংকটের মধ্যেও তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে প্রচুর সবেচ্ছাসেবী সংস্থা। তারা নিজেদের মতো করে এই দুঃসময়ে তাঁদের সাহায্য করছে চলেছে। এই একই ভাবে RSS গোষ্ঠী ভুক্ত মানুষেরাও এই সংকটের সময়ে মানুষের সাহায্য করে চলেছে। কিন্তু তাঁদের এই কাজের বিরুদ্ধে অভিযোগ জানালেন অখিলেশ যাদব।
উত্তরপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ‘দেশজুড়ে বিভিন্ন সরকারী এবং বেসরকারী সংগঠন থেকে যা ত্রাণ আসছে, তা নিজেদের নামে চালাচ্ছে RSS -সংস্থা। মোদী ব্যাগ বানিয়ে তারা ওই ত্রাণ ভর্তি করে, বিভিন্ন বিজেপি সমর্থকদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। এতে RSS -সংস্থার হীন মানসিকতার দিকটা প্রকাশ পাচ্ছে। RSS -সংস্থার প্রচার করার জন্যই কি বিজপি সরকার দেশ চালাচ্ছেন?’
কড়া ভাষায় RSS -সংস্থার কর্মীদের কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, ‘এই সংকটের মুহুর্তে সবদল এক হয়ে লড়লেও, বিজেপি তাঁদের কাজ করে চলেছে। সবকিছু নিয়েই তারা রাজনীতি করছে। এমনকি পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার সঠিকভাবে কোন ব্যবস্থাও করেননি। যারা প্রকৃত সংকটে রয়েছে, তারাই এখন সাহায্য পাচ্ছে না। প্রধানমন্ত্রী আগ্রা মডেলের যে প্রশংসা করেছিলেন, তা আজ ব্যর্থ হয়েছে। হটস্পট এলাকা মধ্যে থাকা লখনউতেও নাগরিকরা লকডাউন মানছেন না। এবং সর্বোপরী সরকারের হেল্পলাইন নম্বরও কাজ করছে না’।