বাংলাহান্ট ডেস্কঃ রিজার্বেশনের (Reservation) বিষয়ে সর্বদাই বিরোধী দলগুলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) উপর দোষারোপ করে এসেছে। সর্বদাই RSS কে সংরক্ষণ বিরোধী বলে এসেছে। এই বিষয়ে মঙ্গলবার সংঘের এক আধিকারিক দত্তাত্রেয় হোসাবালে বলেন, ‘সংঘ সম্পূর্ণভাবে সংরক্ষণকে সমর্থন করে’।
দত্তাত্রেয় হোসাবালে (Dattatreya Hosabale) বলেন, ‘সংরক্ষণ একটি ইতিবাচক পদক্ষেপের মাধ্যম এবং যতক্ষণ সমাজের একটি নির্দিষ্ট অংশ অসমতার সম্মুখীন হয়, ততক্ষণ এটি অব্যাহত রাখা উচিত’।
তাঁর কথায় দলিতদের ইতিহাস ছাড়া ভারতের ইতিহাস অসম্পূর্ণ। তিনি বলেন, ‘দলিতদের ইতিহাস, কখনই ভারতের ইতিহাস থেকে পৃথক নয়। ভারতের ইতিহাস, কখনই দলিতদের ইতিহাস ছাড়া সম্পূর্ণ হতে পারে না’।
রিজার্ভেশন ইস্যুতে তিনি বলেন, ‘সমাজের কোন বিশেষ শ্রেণীর দ্বারা বৈষম্য অনুভূত না হলে, এটা চলতে থাকবে। তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের নিয়ে আলোচনার সময় এই সংরক্ষণের বিষয়টা সামনে আসে। আমি এবং আমার সংগঠন কয়েক দশক ধরে সংরক্ষণের সমর্থক হয়েই কাজ করছি। যখন বেশকিছু জায়গায় সংরক্ষণ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল, তখন পাটনায় সংরক্ষণের সম্পর্থনে আমাদের পক্ষ থেকে একটি প্রস্তাব পেশ করা হয়। সেই বিষয়ে আলোচনার আয়োজনও করা হয়েছিল সেই সময়’।