বাংলাহান্ট ডেস্ক : বিজেপির (BJP) তো সামনের মুখ মাত্র। আসল শক্তি তো আরএরএস (RSS)। প্রকাশ্যে এল এমনই প্রশান্ত কিশোরের (Prashanta Kishor) এমনই মন্তব্য। বিগত ৮ বছরে বিজেপির একাধিপত্য বিস্তৃত হয়েছে গোটা দেশ জুড়ে। সর্বভারতীয় দল কংগ্রেস সহ একাধিক আঞ্চলিক দলকেই মাথা নত করতে হয়েছে গেরুয়া আগ্রাসনের সামনে।
এই সময়কালে বারবার পদ্ম শিবিরের সামনে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে প্রশান্ত কিশোর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিজেপি। হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর এক সংগঠন ও তারই রাজনৈতিক মঞ্চ। এবার তাদের সম্পর্ক নিয়ে কটাক্ষ করলেন পিকে। তিনি বলেন আরএসএস যদি এক কাপ কফি হয়, তাহলে বিজেপি (BJP) সেই কফির ফেনামাত্র!
ভোটকুশলী থেকে রাজনীতির অলিন্দে পা রাখা প্রশান্ত (Prashant Kishor) এই মুহূর্তে বিহারে সাড়ে ৩ হাজার কিলোমিটারের দীর্ঘ ‘পদযাত্রা’য় অংশ নিয়েছেন। ২ অক্টোবর এই যাত্রা শুরু হয়। সেই যাত্রা চলাকালীন পশ্চিম চম্পারণে পৌঁছে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
পিকে এদিন বলেন, ‘আপনারা কখনও এক কাপ কফি দেখেছেন? দেখবেন একেবারে ওপরে ফেনা থাকে। বিজেপি ঠিক তেমনই। যার নিচে রয়েছে আরএসএসের গভীর পরিকাঠামো। সংঘ এখন সামাজিক কাঠামোর ভিতরে প্রবেশ করে ফেলেছে। একে শর্টকাটে হারানো সম্ভব নয়।’
উল্লেখ্য, ২০১৪ সালে কংগ্রেসকে সরিয়ে বিপুল জয় পেয়ে কেন্দ্রের ক্ষমতায় এসেছি বিজেপির সরকার। সেই নির্বাচনের আগে গেরুয়া শিবিরের ‘রণকৌশলে’র পিছনে ছিল কিশোরেরই মস্তিষ্ক। তবে তা অতীত হতে সময় নেয়নি। বারবারই পুরনো সঙ্গীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁকে।
একই ভাবে নীতিশ কুমারের প্রতিও তিনি যে ক্ষুব্ধ তা ঠারেঠোরে এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি। বিহারের মুখ্যমন্ত্রীকে ‘বিজেপি এজেন্ট’ বলে তোপ দাগেন পিকে। তিনি বলেন, ‘যে সময় সিএএ-এনপিআর-এনআরসি নিয়ে উত্তাল গোটা দেশ সেই সময় আমি অবাক হয়ে যাই আমার দল অর্থাৎ জেডিইউয়ের আচরণ দেখে। অবাক হয়ে লক্ষ করেছি আমারই দলের সাংসদরা সিএএ-র পক্ষে ভোট দিচ্ছে সংসদে। অথচ দলের সহ সভাপতি হিসেবে যখ সভাপতি নীতীশ কুমারকে সব জানাই উনি দাবি করেন, এব্যাপারে তাঁর কাছে কোনও তথ্য নেই। সেই সঙ্গে তিনি আমাকে আশ্বস্ত করতে থাকেন বিহারে এনআরসি করতে দেবেন না বলে। এই রকম দ্বিচারিতা দেখেই আমি সিদ্ধান্ত নিই এই মানুষটির সঙ্গে কাজ করা সম্ভব নয়।’