বাংলা হান্ট ডেস্কঃ আরএসএস-এর (RSS) বর্ষীয়ান প্রচারক কেশব রাও দীক্ষিতের (Keshav Dixit) প্রয়াণে শোকের ছায়া বিজেপিতে (Bharatiya Janata Party)। এদিন সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেন তিনি। মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৮। কেশবজীর প্রয়াণে ইতিমধ্যে বিরোধী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাশাপাশি অন্যান্য একাধিক নেতা কর্মীরা শোকজ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, কেশব দীক্ষিত জন্মগ্রহণ করেন ১৯২৫ সালে। ১৯৫০-এ সমাজ কল্যাণমূলক কাজের জন্য মধ্যপ্রদেশ থেকে কলকাতায় আসেন এবং পরবর্তীতে এখানেই থেকে যান তিনি। উত্তর কলকাতার মানিকতলায় কেশব ভবনে বসবাস করা শুরু করেন RSS-এর এই প্রচারক।
সমাজ কল্যাণমূলক কাজের জন্য সমাজের প্রতিটি স্তরে জনপ্রিয় ছিলেন কেশব রাও দীক্ষিত। বামফ্রন্ট এবং কংগ্রেস আমলে সরকারের সময় থেকে আরএসএসের প্রচারের জন্য একাধিক কাজ করেন তিনি। তাঁর প্রয়াণে ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন সকলেই।
এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে জানানো হয়, “আমাদের সকলের অতি প্রিয়, সবার আপনজন ও প্রেরণা শ্রী কেশব রাও দীক্ষিত ২০ শে সেপ্টেম্বর মঙ্গলবার কলকাতা অ্যাপেলো হাসপাতালে ১০ টা ৩৪ মিনিটে অমৃত লোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮।” কেশব ভবনেই আপাতত তাঁর মৃতদেহ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরএসএসের বর্ষীয়ান এই প্রচারকের মৃত্যুতে শোক জ্ঞাপন করে শুভেন্দু অধিকারী লেখেন, “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বর্ষীয়ান রাষ্ট্রবাদী প্রচারক মাননীয় শ্রী কেশব রাও দীক্ষিত জী সংঘের কাজের শুরুর সময় থেকে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে অসংখ্য দেশবাসীর হৃদয়ে অনুপ্রেরণার সঞ্চার করেছেন। পশ্চিমবঙ্গকে আপন করে সংঘের প্রচারে অগ্রদূত হয়ে কাজ করেছেন প্রবাদ প্রতিম রাষ্ট্রবাদী এই মহাপুরুষ। আমাদের হৃদয়ে সর্বদা অমর হয়ে থাকবেন আমাদের প্রিয় কেশব জী। আমি ওনার বিদেহী আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। ওম শান্তি।”