জেলের মধ্যেই গোশালা! তৈরির পরামর্শ দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

বাংলা হান্ট ডেস্ক : গরু নিয়ে বরাবরই বিজেপির মাথা ব্যথাটা একটু হলেও বেশি। এমনিতেই হায়দরাবাদ এবং অন্যায়ের গণধর্ষণ কাণ্ডে যখন গোটা উত্তরপ্রদেশ জেলা ফুঁসছে ঠিক তখনই পথে ঘাটে ঘুরে বেড়ানো গরুদের নিয়ে গোরু সাফারি তৈরি করার কথা জানিয়েছেন যোগী আদিত্যনাথ সরকার , অন্যদিকে আবার গরুর দুধে সোনা থাকে গরুর মূত্র থেকে ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার হয়েছে এসব নিয়ে সপক্ষে যুক্তি দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।mohan bhagwat 1

তাই তো এবার আবারও এক বিস্ফোরক দাবি করে বসলেন তিনি, গরু পুষলে নাকি অপরাধ প্রবণতা কমে তাই সংশোধনাগারে গরু পোষার পরামর্শ দিলেন মোহন। শনিবার খুনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে সংশোধনাগারেই অপরাধীদের মানসিকতা পরিবর্তনের জন্য গরু সেবার পরামর্শ দেন একই সঙ্গে রোদের সেবা করতে গিয়ে অপরাধীদের নৃশংস মানসিকতার চরিত্র বদল হয় বলেই জানান তাই তাদের মনে ঘৃণার পরিবর্তে ভালোবাসা জন্মাবে

যদিও এটি সম্পূর্ণ মনোবিজ্ঞানের বিষয় বলেও জানিয়েছেন মোহন ভাগবত। যদিও তিনি এখানেই থেমে থাকেননি বাড়িতে থাকা কুকুর বিড়াল বা অন্যান্য গৃহপালিত পশুদের জন্য যেমন ভালোবাসা জন্মায় ঠিক তেমনই গরুর ক্ষেত্রে বেশি করে ভালোবাসা জন্মায় বলেও মন্তব্য করেন তিনি। তাই তো গো সেবা করলেই মানসিকতার পরিবর্তন হয় আর এই দাবিতে তিনি সংশোধনাগারের মধ্যেই গোশালা তৈরির পরামর্শ দেন।

মোহন ভাগবতের এই মন্তব্য ঘিরে কার্যত আবার নতুন করে জল্পনা তৈরি হয়েছে কেন্দ্রীয় রাজনৈতিক অন্দরে। কারণ এর আগেই বিজেপি নেতা দিলীপ ঘোষ আর দুধে সোনা থাকে বলে মন্তব্য করেছিলেন, যা নিয়ে রাজ্য রাজনৈতিক অন্দরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল।

সম্পর্কিত খবর