কোরোনার প্রকোপ গত মাস থেকেই চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছিলো। আর এই পরিস্থিতিতে এক এক করে সব দেশে এই রোগ ছড়িয়ে পড়ায় এখন তা অতিমারি রূপে ধারণ করেছে। আর এই রোগের ওষুধ না মেলায় সংক্রমণ তড়তড়িয়ে বাড়ছে।
https://twitter.com/Pushpendrakuls0/status/1242347394169049088?s=19
আর ভারতে এখন আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচশো অধিক। আর লক ডাউন হওয়ার পর থেকেই মানুষ গৃহ বন্দী। আর এই বিপদের পরিস্থিতিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) স্থানীয় জনগোষ্ঠী ও প্রশাসনকে করোন ভাইরাস মহামারীটির বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যেতে সহায়তা করার পদক্ষেপ নিয়েছে।
টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে, আরএসএস কর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তার জন্য হাসপাতালের বিছানা এবং ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা গেছে।সংগঠনটি দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
যাদের COVID-19 সম্পর্কে সচেতনতা নেই আর এই প্রতিকূলতা ঠেকানোর ক্ষমতা নেই তাদের জন্যে এই দল অনেক জিনিস কিনে সাহায্যের হাত বাড়িয়েছে। যেমন, সাবান, স্যানিটাইজার এবং প্রতিরক্ষামূলক মাস্ক জনসাধারণের মধ্যে বিতরণ করেচে এই দল। মধ্য প্রদেশে, তারা একটি পুরো গ্রাম স্যানিটাইজ করয়েছে। আর কেরালায়, সাহায্য করে ছে