SSKM এ কোন ডাক্তার মমতার চিকিৎসায় ছিলেন? নাম ও রেজিস্ট্রেশন চেয়ে RTI চিঠি স্বাস্থ্য দফতরে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দিন কয়েক আগে নিজের ভুল চিকিৎসার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা নিয়ে শোরগোল। কোনও হাসপাতালের নাম উল্লেখ না করকেও রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালে এসএসকেএম এই তৃণমূল সুপ্রিমোর চিকিৎসা চলেছিল। তা মুখ্যমন্ত্রীর আঙ্গুল যে SSKM এর দিকেই ছিল সেকথা বুঝতে বাকি নেই কারও। এই আবহেই এবার আরটিআই আবেদন নিয়ে স্বাস্থ্য দফতরে চিঠি পাঠাল এক স্বেচ্ছাসেবী সংস্থা।

জানা যাচ্ছে, তথ্যের অধিকার আইনে রাজ্য স্বাস্থ্য দফতরে চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর কী ধরনের চিকিৎসা হয়েছে, সেই সম্পর্কে বিস্তারে জানতে চেয়েছে চিকিৎসা পরিষেবা নিয়ে আন্দোলনে যুক্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দলনেত্রীর চিকিৎসায় যে সকলের চিকিৎসকরা যুক্ত ছিলেন তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর জানতে চাওয়া হয়েছে RTI এর মাধ্যমে।

মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য কোনও মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল কি না? হয়ে থাকলে তাতে যেসব চিকিৎসকেরা যুক্ত ছিলেন তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বরও জানাতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর কী কী বায়োকেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা হয়েছিল, সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন: আজ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলা, কমবে তাপমাত্রাও : আবহাওয়ার খবর

এর আগে মুখ্যমন্ত্রী চিকিৎসা নিয়ে কোনও প্রশ্ন তুলেছিলেন কিনা, আর সম্প্রতি ‘ভুল চিকিৎসা’ নিয়ে অভিযোগ তোলার পর এসএসকেএম হাসপাতাল কিংবা স্বাস্থ্য দফতরের তরফে নতুন করে কোনও তদন্ত শুরু হয়েছে কি না এসব জানতে চাওয়া হয়েছে। যদি তদন্ত হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেই কমিটিতে কারা কারা রয়েছেন, সেই তথ্যও চাওয়া হয়েছে।

mamata banerjee

প্রসঙ্গত, বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘প্রায় ১০-১২ দিন মত আমার আইভি ইঞ্জেকশন চলেছে। কারণ ভুল ট্রিটমেন্টের জন্য আমার পায়ের ইনফেকশনটা সেপটিকের মতো হয়ে গিয়েছিল।’’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় রাজ্যে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X