বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় তারকাদের সবসময় থাকতে হয় আতশকাঁচের নীচে। পর্দার তারকাদের জীবনের খুঁটিনাটি বিষয় জানতেও উৎসুক হয়ে থাকেন আমজনতা। কিন্তু পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় সমালোচনা। বড়পর্দা থেকে ছোটপর্দা, ছাড় নেই কোনো মাধ্যমের শিল্পীদের। সম্প্রতি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে ডান্স পারফর্ম করে কটাক্ষের মুখে পড়েছেন পর্দার ‘সৃজন’ ওরফে ‘শাক্যজিৎ’ ওরফে রুবেল দাস (Rubel Das)।
সোনার সংসারে নাচের জন্য ট্রোলড রুবেল (Rubel Das)
সদ্য মিটেছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শো। সেখানেই একটি বিশেষ নাচের পারফরম্যান্স ছিল অভিনেতা রুবেল দাসের (Rubel Das)। তাঁর দুর্দান্ত নাচের স্টেপস মুগ্ধ করেছে দর্শকদের। সম্প্রতি জি বাংলার পেজে এই নাচের ভিডিও শেয়ার করা হয়েছিল। কিন্তু সেখানে এক ব্যক্তি রীতিমতো কটাক্ষ করেছেন রুবেলকে (Rubel Das)।
কী কটাক্ষ করেন ব্যক্তি: একজন ব্যক্তিকে মন্তব্য করতে দেখা গিয়েছে, ‘অলি গলির ছেলেরা এর থেকে ভালো নাচে। চকমকে ড্রেস পরলেই পারফরম্যান্স ভালো হয়’। মন্তব্যটি নজর এড়ায়নি রুবেলের (Rubel Das)। তবে পালটা আক্রমণে যাননি তিনি। অভিনেতা লিখেছেন, ‘আপনি আমার থেকে বয়সে বড়, আশীর্বাদ করবেন যেন আরো ভালো করতে পারি’। অবশ্য রুবেলের (Rubel Das) হয়েও কথা বলতে দেখা গিয়েছে নেটিজেনদের।
আরো পড়ুন : মুক্তি পাননি চিন্ময় কৃষ্ণ, ফের “নিশানায়” হিন্দু নেতা! বাংলাদেশে গ্রেফতার বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব
নাচই ছিল প্রথম পছন্দ: প্রসঙ্গত জানিয়ে রাখি, রুবেল (Rubel Das) নাচ করছেন দীর্ঘদিন ধরে। এমনকি অভিনয়ের থেকেও তাঁর নাচের কেরিয়ার আরো পুরনো। ডান্স বাংলা ডান্স থেকে তাঁর উত্থান। বিজেতাও হয়েছিলেন তিনি। এমন নাচে কেরিয়ার গড়তে মুম্বই পাড়ি দিয়েছিলেন রুবেল (Rubel Das)। নাচেই কেরিয়ার গড়বে ভেবেছিলেন তিনি। কিন্তু অভিনেতা হিসেবে খ্যাতি পেয়ে সিদ্ধান্ত বদলান। যদিও এখনো সুযোগ পেলেই নাচতে ভালোবাসেন রুবেল।
আরো পড়ুন :শ্রেয়াকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা! ইন্ডিয়ান আইডল ফিনালের আগে বাঙালি মেয়ে মানসীর গানে চটলেন শ্রোতারা
প্রসঙ্গত, জি বাংলায় পরপর কাজ করেছেন রুবেল। ভানুমতীর খেল থেকে শুরু করার পর একে একে যমুনা ঢাকি, নিম ফুলের মধুর মতো সুপারহিট সিরিয়ালে অভিনয় করার পর এবার ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। এক সপ্তাহেই দর্শকদের বেশ মনে ধরেছে সিরিয়ালটি।