প্রেমের দিনেই এনগেজমেন্ট ও আইনি বিয়ে সারলেন রুদ্রজিৎ-প্রমিতা, ভাইরাল আংটি বদলের ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রেমের দিবসেই এনগেজমেন্ট (engagement) ও রেজিস্ট্রি (registry) সেরে ফেললেন রুদ্রজিৎ মুখার্জি (rudrajit mukherjee) ও প্রমিতা চক্রবর্তী (promita chakrabartty)। টেলিভিশনের এই জনপ্রিয় জুটির বিয়ে (marriage) নিয়ে অনেকদিন ধরেই উন্মাদনা ছিল অনুরাগী মহলে। প্রথমেই তাঁরা জানিয়েছিলেন ১৪ ফেব্রুয়ারিই এনগেজমেন্ট ও আইনি বিয়ের পর্ব একসঙ্গে সারবেন তাঁরা।

সেই মতো পুরুলিয়ার এক রিসর্টে বসে এনগেজমেন্ট সেরিমনির আসর। রুদ্রজিতের দেশের বাড়ি পুরুলিয়াতে। তাই প্রথম থেকে এখানেই বিয়ের প্রথম ধাপ সারার পরিকল্পনা করে রেখেছিলেন রুদ্রজিৎ ও প্রমিতা। দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতেই একে অপরের আঙুলে আংটি পরান তাঁরা।


এদিন পাশ্চাত‍্য পোশাকে সেজে উঠেছিলেন দুজনেই। প্রমিতার পরনে ছিল ক্রিম ও গোলাপি রঙা গাউন। রুদ্রজিৎ পরেছিলেন পার্পল রঙের সুট প‍্যান্ট। হাঁটু গেঁড়ে বসে প্রমিতার আঙুলে আংটি পরিয়ে দেন রুদ্রজিৎ। প্রমিতাকেও একই ভাবে প্রপোজ করতে দেখা যায় রুদ্রজিৎকে। সেসব ছবি, ভিডিও ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CLSBVsqgCNR/?igshid=tcj48motnlvm

https://www.instagram.com/p/CLSFqcsAEiM/?igshid=1437lzb0jnake

জানা গিয়েছে, রুদ্রজিতের পুরুলিয়ার বাড়িতেই বসবে বিয়ের অনুষ্ঠান। তবে বিয়ের পর কলকাতায় নতুন ফ্ল‍্যাটেই থাকবেন রুদ্রজিৎ ও প্রমিতা। এখন সেই ফ্ল‍্যাটেরই গোছগাছ সারতে ব‍্যস্ত প্রমিতা। লক্ষ্মী পুজোতেও এই ফ্ল‍্যাটেই পুজো করেছিলেন দুজন।

https://www.instagram.com/p/CLTTZ_ogLGx/?igshid=psp39v62nsll

https://www.instagram.com/p/CLTfHeYgI7Z/?igshid=prrmfzyyb0lh

সম্প্রতি কনের বেশে একটি ফটোশুট করেন প্রমিতা। লাল টুকটুকে বেনারসী, এক গা গয়না, সিঁথিতে সিঁদুর নিয়ে ফ্রেমবন্দি হন তিনি। তবে চমক ছিল এখানেও। এদিন কনের সাজেই পাত পেড়ে আইবুড়ো ভাত খেলেন প্রমিতা। সমস্ত বাঙালি খাবার দিয়ে সাজানো ছিল তাঁর আইবুড়ো ভাতের মেনু। সেই সব ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন প্রমিতা।

https://www.instagram.com/p/CLRgDVWAZtT/?igshid=19pee67jvi8i4

অপরদিকে ধারাবাহিক ‘জীবন সাথি’র সেটে রুদ্রজিতের সহ অভিনেতারা আয়োজন ক‍রেছিলেন তাঁর আইবুড়ো ভাতের। নিয়ম মেনে রুদ্রজিৎকে বরণ করেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। আশীর্বাদ দেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। আইবুড়ো ভাতের থালা সামনে নিয়ে জীবন সাথির পুরো পরিবারের সঙ্গে ছবি তোলেন অভিনেতা।

X