বাংলাহান্ট ডেস্ক: বিয়ের আগেই সিঁদুরের রঙে রাঙা হয়েছিলেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় (rudrajit mukherjee) ও প্রমিতা চক্রবর্তী (promita chakrabartty)। গত ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। তার আগেই সিঁদুরে মাখামাখি হয়ে ফটোশুট করেছিলেন টেলিপাড়ার এই জনপ্রিয় জুটি। এবারে বিবাহিত তকমা নিয়ে একসঙ্গে সিঁদুর খেললেন প্রমিতা রুদ্রজিৎ।
বিয়ের পর এটাই তাঁদের প্রথম পুজো। নব বিবাহিত দম্পতিদের মতোই গোটা পুজোয় একসঙ্গে প্যান্ডেল হপিং আর ভালবাসার মধ্যে কাটল দুজনের। দশমীতে লাল পাড় সাদা শাড়ি, সোনার গয়নায় সেজে মা দূর্গাকে বরণ করলেন প্রমিতা। পাশে সাদা পাজামা পাঞ্জাবি ও লাল জহর কোটে দেখা মিলল রুদ্রজিতের।
কখনো স্ত্রীর গালে সিঁদুর মাখিয়ে দিলেন রুদ্রজিৎ, আবার কখনো কপালে এঁকে দিলেন ভালবাসার চুম্বন। দুজনের বিজয়া দশমী স্পেশ্যাল ফটোশুট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত বারে রুদ্রজিতের দেশের বাড়ি পুরুলিয়াতে পুজো কাটিয়েছিলেন প্রমিতা। তবে এবারে কলকাতাতেই পুজো কাটালেন তাঁরা।
https://www.instagram.com/p/CVCi5NbsQRJ/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CVC4U-3shad/?utm_medium=copy_link
গত জুন মাসে বাবাকে হারিয়েছেন রুদ্রজিৎ। পুজোর মাঝে সেই কষ্টটাই বারবার বুকে বেজে উঠছিল দুজনের। প্রমিতা জানিয়েছিলেন, এবার তাঁর শাশুড়িমা কলকাতাতেই থাকবেন তাঁদের সঙ্গে। কলকাতার পুজসামনাসামনি কখনো দেখেননি তিনি। শ্বশুরমশাই মারা যাওয়ার পর শাশুড়িমা তাঁদের কাছেই পাকাপাকি ভাবে থাকতে চলেছেন বলে জানিয়েছেন প্রমিতা।
https://www.instagram.com/reel/CVFJNaljkQD/?utm_medium=copy_link
গত ১৪ ফেব্রুয়ারি পুরুলিয়ার এক রিসর্টে বসেছিল এনগেজমেন্ট সেরিমনির আসর। রুদ্রজিতের দেশের বাড়ি পুরুলিয়াতে। তাই প্রথম থেকে এখানেই বিয়ের প্রথম ধাপ সারার পরিকল্পনা করে রেখেছিলেন রুদ্রজিৎ ও প্রমিতা। দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতেই একে অপরের আঙুলে আংটি পরান তাঁরা। আইনি বিয়েও সারেন সেদিন।