স্বপ্নপূরণ! ‘জীবন সাথী’র তূর্ণ থেকে মিমির রণ হয়ে উঠলেন রুদ্রজিৎ, করলেন বড়পর্দায় অভিষেক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বড় সাফল‍্য জনপ্রিয় টেলি অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ‍্যায়ের (rudrajit mukherjee)। টেলিভিশনের গণ্ডি ছাড়িয়ে তাঁর জয়ের ধ্বজা এখন উড়ছে বড়পর্দাতেও। মৈনাক ভৌমিকের আগামী ‘মিনি” ছবিতে অভিনয় করছেন তিনি। বিপরীতে রয়েছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।

বৃহস্পতিবার শহরের এক জনবহুল রাস্তায় শুটিং করতে দেখা গেল রুদ্রজিৎ মিমিকে। প্রথম বার মিমির বিপরীতে অভিনয় করে স্পষ্টতই উচ্বসিত রুদ্র। সংবাদ মাধ‍্যমকে তিনি বলেন, ‘একটা সময়ের পরে দেখি আমাদের কাজ দেখতে আশেপাশে মানুষের ভিড় বাড়ছে। সবাই দাঁড়িয়ে পড়ছে। বুঝতে পারলাম বড়পর্দার নায়ক হয়েছি আর মিমি ছবির নায়িকা।’


সাংসদ অভিনেত্রীর প্রশংসাতেও পঞ্চমুখ রুদ্রজিৎ। জানালেন, কাজের জায়গায় অত‍্যন্ত পেশাদারের মতো আচরণ করেন মিমি। ঠিক যেটুকু প্রয়োজন সেটুকুই অভিনয় করেন। কাজ শেষ হলেই তল্পিতল্পা গুটিয়ে বেরিয়ে যান। রুদ্রজিৎ আরো জানান, সহ অভিনেতাদের সঙ্গে খুবই নম্র ব‍্যবহার মিমির। অনেক সাহায‍্য করেন। এমনকি তাঁর সঙ্গেও শটের আগে ডায়লগগুলো আউড়ে নিয়েছিলেন একবার।

বড়পর্দায় সুযোগটা এল কীভাবে? রুদ্রজিৎ জানান, সবটা ঘটে আচমকাই। প্রযোজনা সংস্থার তরফে যেদিন তাঁকে যোগাযোগ করা হয় সেদিনই নিজের দেশের বাড়ি যাওয়ার কথা ছিল অভিনেতার। তড়িঘড়ি চিত্রনাট‍্য অনুযায়ী অভিনয় করে ভিডিও তুলে পাঠান প্রযোজনা সংস্থায়। দুদিন পরেই আসে সুখবর।


এই মুহূর্তে ছোটপর্দায় জীবন সাথী সিরিয়ালে অভিনয় করছেন রুদ্রজিৎ। তাই নতুন প্রোজেক্টে হাত দেওয়ার আগে পরিচালককে জানানোর দরকার ছিল। পরিচালক স্নেহাশিস চক্রবর্তী অবশ‍্য উৎসাহই দিয়েছেন। তবে রুদ্রজিৎ জানান মিনি তে তাঁর শুটিং শিডিউল দিন দশেকের। তাই সিরিয়াল ছাড়ার দরকার পড়বে না তাঁর‌। জীবন সাথীর রুদ্র ‘মিনি’তে হয়েছেন রণ।

বড়পর্দায় পা রাখার আনন্দে ইতিমধ‍্যেই স্ত্রী প্রমিতা চক্রবর্তীকে নিয়ে সেলিব্রেশনে মেতেছেন রুদ্রজিৎ। একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন দুজনে। স্বামীর এই সাফল‍্যে স্ত্রী নাকি দারুন খুশি। সব ভালোর মধ‍্যে একটাই আক্ষেপ রয়ে গিয়েছে রুদ্রজিতের। তাঁর সাফল‍্যটা দেখে যেতে পারলেন না বাবা জেঠু ঠাকুমারা।

X